চীনের কূটনীতি জনগণের কূটনীতি: পররাষ্ট্র উপমন্ত্রী
2022-10-20 19:29:40

অক্টোবর ২০: জনগণের সন্তুষ্টির জন্য কূটনীতি এবং চীনা নাগরিক ও সংস্থার বিদেশে বৈধ স্বার্থ রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। আজ (বৃহস্পতিবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি’র বিংশ জাতীয় কংগ্রেসের এক সাং   বাদিক সম্মেলনে এসব কথা বলেছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাও স্যু।

 

তিনি জানিয়েছেন, গত দশ বছরে চীন ২০টিরও বেশি চীনা নাগরিক প্রত্যাহারের অভিযান চালিয়েছে এবং ৫ লাখেরও বেশি কনস্যুলার কাজ সম্পন্ন করেছে। করোনা মহামারির সময় চীন ১৭০টিরও বেশি দেশে প্রবাসী চীনাদের ‘বসন্তের প্যাকেজ’ ও স্বাস্থ্যের প্যাকেজ উপহার দিয়েছে।

 

তিনি বলেন, ছুন মিয়াও অভিযানের মাধ্যমে ৪৬ হাজার প্রবাসী চীনাকে টিকাদান করেছে চীন। এ পর্যন্ত চীন ১৫০টি দেশের সঙ্গে ভিসা ফ্রি চুক্তি স্বাক্ষর করেছে।

 

মাও আরও বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীন ২৬টিরও বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে ১৯টি অবাধ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে।

‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে ১৪৯টি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করেছে। চীন-লাওস রেলপথসহ বেশ কয়েক দৃষ্টান্তমূলক প্রকল্প বাস্তবায়ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

(রুবি/এনাম/লাবণ্য)