ব্রিক্সে যোগ দিতে চায় সৌদি আরব
2022-10-20 19:11:12

অক্টোবর ২০: সম্প্রতি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেছেন, তাঁর কাছে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান ব্রিক্সে যোগ দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

 

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, চলতি বছরের ব্রিক্সের সভাপতি দেশ হিসেবে চীন ব্রিক্সের সম্প্রসারণকে সমর্থন করে এবং ব্রিক্স+সহযোগিতা নতুন পর্যায়ে এগিয়ে নেবে।

 

ওয়াং ওয়েন বিন বলেছেন, বিশ্বের উন্নয়ন, পরিবর্তন ও সমন্বয়ের মহান সময়ে জন্ম হয় ব্রিক্স। গেল ১৬ বছরে ব্রিক্স সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাই ব্রিক্স ব্যবস্থা  আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি ও সমর্থন পেয়েছে। আরও বেশি দেশ ব্রিক্সে যোগ দিতে চায়। তাই ভবিষ্যতে ব্রিক্সের সদস্য বাড়ানোর ব্যাপারে কাজ করবে চীন। (শিশির/এনাম)