১৭২ দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে
2022-10-20 15:37:38

 

অক্টোবর ২০: চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাও স্যু আজ (বৃহস্পতিবার) সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গেল দশ বছরে চীনা বৈশিষ্ট্যের বড় দেশের কূটনীতিতে সার্বিক ও যুগান্তকারী ঐতিহাসিক  সফলতা অর্জন করেছে বেইজিং। 

 

তিনি বলেন, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে - এমন দেশের সংখ্যা ১৭২টি থেকে বেড়ে ১৮১টিতে দাঁড়িয়েছে। চীনের সঙ্গে অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠাকারী বিশ্বের নানা জাতীয় ও আঞ্চলিক সংস্থার সংখ্যা ৪১ থেকে বেড়ে ১১৩টিতে পৌঁছেছে।

 

মা চাও স্যু আরও বলেছেন, বর্তমানে চীনের আন্তর্জাতিক প্রভাব, নেতৃত্ব লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। অভূতপূর্ব স্তরে বৈশ্বিক প্রশাসনে অংশগ্রহণ করছে এবং বহুপক্ষবাদ রক্ষার মূল অবলম্বনে পরিণত হয়েছে চীন। (শিশির/এনাম/রুবি)