দলাদলি বিশ্বকে মন্দ পরিণতির দিকে নিয়ে যাবে: মা চাও সুই
2022-10-20 19:03:58

অক্টোবর ২০: চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাও সুই আজ (বৃহস্পতিবার) সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিচ্ছিন্ন একটি বিশ্ব কারো স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দলাদলি ও দ্বন্দ্ব বিশ্বকে একটি খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে।

 

চীনের কূটনৈতিক নীতির উদ্দেশ্য তুলে ধরার সময় তিনি বলেন, চীনের কূটনৈতিক নীতির উদ্দেশ্য খুব স্পষ্ট এবং তা হলো বৈশ্বিক শান্তি রক্ষা, অভিন্ন উন্নয়ন বেগবান করা এবং মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির গঠনকে এগিয়ে নিয়ে যাওয়া।

 

তিনি বলেন, চীন বাস্তব অভিযানের মাধ্যমে মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির গঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ জনপ্রিয় আন্তর্জাতিক গণপণ্য ও আন্তর্জাতিক সহযোগিতার প্লাটফর্ম হয়ে উঠেছে।

 

চীনা উপমন্ত্রী বলেন, বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব এবং বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব বৈশ্বিক শান্তি রক্ষা এবং অভিন্ন উন্নয়ন বেগবান করার নতুন চালিকা শক্তি যুগিয়েছে। চীন দৃঢ়ভাবে জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা, আন্তর্জাতিক আইন-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম দৃঢ়ভাবে রক্ষা করে থাকে। আরও ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত বিশ্ব ব্যবস্থার উন্নয়নকে এগিয়ে নিচ্ছে চীন। লিলি/এনাম/রুবি