ওয়েই লান
2022-10-20 10:00:28

 

আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ওয়েই লান। তাকে হংকংয়ের সবচেয়ে শক্তিশালী গায়িকা বলা হয়। তিনি খুব আশাবাদী একজন মানুষ, তার গানও সবসময় দর্শককে আশা ও শক্তি দেয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ওয়েই লানের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তাদের একটি সুন্দর গান ‘একা’।গান ১

 

ওয়েই লান ১৯৮২ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তার মা চীন ও দক্ষিণ কোরিয়ার মিশ্র জাতি, আর বাবা ফিলিপিন্সের মানুষ। তার বাবা একজন বার গায়ক। ওয়েই লান ছোট থেকে বাবার কাছে সংগীত প্রশিক্ষণ নিয়েছেন এবং বাবার সঙ্গে বিভিন্ন জায়গায় পারফর্ম করেছেন। ২০০০ সালে ওয়েই লান একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এর মাধ্যমে হংকংয়ের বিখ্যাত সংগীত প্রযোজক লেই সোং ত্যর সঙ্গে পরিচিত হন। তার সুপারিশে ওয়েই লান তখনকার খুবই জনপ্রিয় গায়ক লি মিং’র জন্য ব্যাকিং ভোকাল কাজ করেন। সুন্দর কণ্ঠের জন্য লি মিং তার বেশ প্রশংসা করেন, ধীরে ধীরে ওয়েই লান নিজের গান গাওয়ার সুযোগ পান। তার পেশাদার সংগীত জীবনও শুরু হয়।গান ২

 

২০০৪ সালে ওয়েই লান তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘দিন ও রাত’ প্রকাশ করেন। অ্যালবামে অন্যান্য গায়কের কিছু গান তিনি নতুন করে গেয়েছেন। যা দর্শকের প্রশংসা কুড়িয়েছে। খুব দ্রুত তিনি দ্বিতীয় অ্যালবাম ‘আমার ভালোবাসা’ প্রকাশ করেন। এই অ্যালবামের অনেক গান অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তিনি এই অ্যালবামের জন্য সেই বছরে হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় নতুন গায়িকা হন। বন্ধুরা, এখন শুনুন ‘আমার ভালোবাসা’ এই অ্যালবামে ওয়েই লানের গাওয়া খুব জনপ্রিয় একটি গান ‘আজ রাতে তুমি কি আসবে?’।গান ৩

 

২০০৬ সালে ওয়েই লানের তৃতীয় অ্যালবাম ‘তুমি কি জানো’ মুক্তি পায়। অ্যালবামটি হংকংয়ের বিখ্যাত সংগীত প্রযোজক লেই সোং ত্য, তাইওয়ানের বিখ্যাত গীতিকার ফাং ওয়েন শান ও অন্যান্য বিখ্যাত সুরকারের সহযোগিতায় তৈরি করা হয়। যা প্রকাশের পরই ব্যাপক জনপ্রিয়তা পায় এবং হংকংয়ে বিক্রি হওয়া সবচেয়ে বেশি অ্যালবামের মর্যাদা পায়। ওয়েই লানও আবার হংকংয়ের সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ওয়েই লানের একটি জনপ্রিয় গান ‘তোমাকে ভালোবাসি’।গান ৪

 

বন্ধুরা, এবার আমরা শুনবো ওয়েই লানের গাওয়া খুব মনোমুগ্ধকর একটি গান, গানের নাম ‘সে সারা রাতে চিঠি লিখে’। গানে বলা হয় এক নারীর স্বামী যুদ্ধক্ষেত্রে গিয়েছিলো, তার কোনো খবর না পেলেও নারী প্রতিদিন রাতে চিঠি লিখে তার জন্য অপেক্ষা করে। ওয়েই লানের মিষ্টি ও আবেগপূর্ণ কণ্ঠে সুন্দরভাবে গানটি প্রদর্শন করা হয়, তার গান গাওয়ার দক্ষতাও ব্যাপক স্বীকৃতি পায়। বন্ধুরা, চলুন এই সুন্দর গান ‘সে সারা রাত চিঠি লিখে’ শুনি।গান ৫

 

ধীরে ধীরে হংকংয়ের পাশাপাশি ওয়েই লানের গানগুলো চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। ২০০৮ সাল থেকে তিনি মালয়েশিয়া, সিঙ্গাপুরের বিভিন্ন শহরে কনসার্ট আয়োজন করেন। একই সঙ্গে তিনি হংকংয়ের সবচেয়ে বেশি কপি বিক্রি গানের শিল্পীর স্থান ধরে রাখেন। বন্ধুরা, এবার আমরা শুনবো ওয়েই লানের একটি সুন্দর গান ‘তাই আমি ভালোবাসি’। গানে তিনি কোমল কণ্ঠে এক ধরনের বিশুদ্ধ ও উষ্ণ ভালোবাসা প্রদর্শন করেন, যে কোনো সময় গানটি শুনে যেন সান্ত্বনা ও শক্তি পাওয়া যায়। বন্ধুরা চলুন গানটি শুনি।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা ওয়েই লানের আরেকটি সুন্দর গান ‘রাস্তার লাইট ও ডিনার’ শুনবো। গানটি একটি সুন্দর প্রেমের গান, সাধারণ মানুষের প্রেমের খুশি দুঃখ বলা হয়। ওয়েই লানের আবেগপূর্ণ কণ্ঠে গানটি অনেকের একই অনুভূতি সৃষ্টি করে। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘রাস্তার লাইট ও ডিনার’ শুনুন। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।  সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।