ব্রিটেনে খাদ্যমূল্য ১৪.৬ শতাংশ বেড়েছে
2022-10-20 10:07:11

অক্টোবর ২০: সেপ্টেম্বর পর্যন্ত বিগত এক বছরে ব্রিটেনে খাদ্যের  দাম ১৪.৬ শতাংশ বেড়েছে, যা ১৯৮০ সালের পর সর্বোচ্চ।  রুটি, দুগ্ধজাত পণ্য ও মাংসসহ বিভিন্ন খাদ্যের দাম অব্যাহতভাবে বাড়ছে। এর মধ্যে দুধ, ময়দা ও মাখনের দাম বেড়েছে যথাক্রমে ৩০.২, ২৯.৬ ও ২৮ শতাংশ। (প্রেমা/আলিম/ছাই)