বৈদেশিক উন্মুক্তকরণের সংকল্প থেকে পিছু হটবে না চীন
2022-10-20 19:12:19

অক্টোবর ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বৈদেশিক উন্মুক্তকরণ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, চীন অব্যাহতভাবে উচ্চ মানের বৈদেশিক উন্মুক্তকরণ এগিয়ে নেবে, চীনের বাজারমুখী, আইনের শাসন এবং আন্তর্জাতিক ব্যবসার পরিবেশ তৈরির সংকল্প পরিবর্তন হবে না।

 

মুখপাত্র বলেন, বৈদেশিক উন্মুক্তকরণ হলো চীনের মৌলিক নীতি এবং আধুনিক চীনের স্পষ্ট বৈশিষ্ট্য। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে চীন দৃঢ়ভাবে পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফলের একটি উন্মুক্ত কৌশল অনুসরণ এবং সর্বাঙ্গীণ, বহু-স্তরীয় এবং বিস্তৃত উন্মুক্তকরণের একটি নতুন প্যাটার্ন তৈরি করেছে।

 

গত ১০ বছরের মধ্যে অর্থনৈতিক বিশ্বায়নের পতন হলেও চীনের উন্মুক্তকরণের ধারা অব্যাহত ছিল। চীনের বাণিজ্যিক পরিমাণ ৪.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে ৬.৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মোট ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রধান বাণিজ্যিক অংশীদার ও বিশ্বের প্রথম বাণিজ্যিক রাষ্ট্র চীন। বিদেশি পুঁজি ব্যবহারের বার্ষিক পরিমাণ ৭০০ বিলিয়ন থেকে বেড়ে ১.১৫ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।

 

তিনি বলেন, ২০১৭ সাল থেকে টানা ৫ বছর ধরে বিশ্বের দ্বিতীয় স্থান অধিকার করে আসছে চীনা অর্থনীতি। বিদেশী বিনিয়োগের স্টক ০.৬ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও কম থেকে বেড়ে ২.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্বে তৃতীয়।

 

মুখপাত্র আরও বলেন, বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তনশীল এবং বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধারে অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে। তবে, চীনের অর্থনীতির নমনীয়তা শক্তিশালী এবং সম্ভাব্য শক্তিও যথেষ্ট। দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রবণতা পরিবর্তন হবে না।

লিলি/এনাম/রুবি