ইন্দোনেশিয়ায় প্রয়োগকৃত ৮০ শতাংশ করোনা টিকাই চীনের: প্রেসিডেন্ট
2022-10-20 19:27:02

অক্টোবর ২০: ‘আমি সবাইকে জানাতে চাই যে ইন্দোনেশিয়ায় করোনা টিকার ৮০ শতাংশ চীন থেকে এসেছে। এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৪৪ কোটি জনগণকে টিকা দেওয়া হয়েছে। আমি সর্বপ্রথম টিকা নিয়েছি, যার মাধ্যমে জনগণকে টিকা গ্রহণের গুরুত্ব বুঝাতে চেয়েছি। এটি শুধু স্বাস্থ্যের বিষয় নয়, বরং অর্থনীতি পুনরুদ্ধারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।’

 

সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জুকো উইদোদো  চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেছেন।

 

তিনি আরও বলেন, বিশ্বে করোনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে যে কোনো দেশ একা নিজেকে রক্ষা করতে পারবে না। এ মহামারি প্রতিরোধে সকলের সহযোগিতা দরকার। একটি দেশে টিকা না থাকলে অন্য দেশে মহামারি ছড়িয়ে পড়তে পারে। তাই আমি জোর দিয়ে বলতে চাই, বিভিন্ন দেশে করোনা মোকাবিলায় যৌথ সহযোগিতা খুব জরুরি। নতুন বৈশ্বিক স্বাস্থ্য প্রশাসন গঠন করা উচিত।

 

(রুবি/এনাম/লাবণ্য)