কলেরা টিকার অভাবে দুই ডোজ গ্রহণ পরিকল্পনা সাময়িকভাবে বন্ধ করলো হু
2022-10-20 10:43:33

অক্টোবর ২০: গতকাল (বুধবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এক বিবৃতিতে জানায়, বিশ্বে কলেরা টিকার অভাব দেখা দেওয়ায়, টিকার দুই ডোজ গ্রহণ পরিকল্পনা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। দুই ডোজের পরিবর্তে এক ডোজ দেওয়া হবে। এটা অবশ্য সাময়িক ব্যবস্থা, পরে জরুরি ব্যবস্থা নিয়ে কলেরা টিকার উত্পাদন বাড়াতে হবে।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে কলেরা রোগী শনাক্ত হয়। এর মধ্যে হাইতি, মালাভি এবং সিরিয়ার অবস্থা সবচেয়ে গুরুতর। বন্যা, খরা, সংঘর্ষ ও মানুষ স্থানান্তরের কারণে বিশ্বে কলেরা রোগের সংক্রমণ দিন দিন বাড়ছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)