সবুজায়ন, নিম্ন কার্বন ও টেকসই উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ চীন: মুখপাত্র
2022-10-20 19:30:55

অক্টোবর ২০: সবুজায়ন, নিম্ন কার্বন ও টেকসই উন্নয়নে দৃঢ়প্রতিজ্ঞ চীন। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।

 

সম্প্রতি জ্বালানি সংকটের প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশ কয়লা বাদ দেওয়া এবং কার্বন নির্গমন কমানোর বিষয়টি পিছিয়ে দিয়েছে। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ওয়াং ওয়েন বিন বলেন, চীন কার্বন পিক ও কার্বন নিরপেক্ষতার লক্ষ্য স্থাপন করেছে। তাতে বিশ্বের সর্বোচ্চ কার্বন নির্গমনের হার কমানো হবে এবং বিশ্বের ইতিহাসে সবচেয়ে অল্প সময়ের মধ্যে কার্বন পিক থেকে কার্বন নিরপেক্ষতা বাস্তবায়ন হবে। গত দশ বছরে সবুজায়ন চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের দৃষ্টান্তে পরিণত হয়েছে।

 

ওয়াং ওয়েন বিন জানিয়েছেন, চীনে কয়লা ব্যবহার ৫৬ শতাংশ কমেছে। অরাসায়নিক জ্বালানির পরিমাণ ১৬.৬ শতাংশ। পুনব্যবহারযোগ্য জ্বালানি-চালিত যন্ত্রের পরিমাণ বিশ্বের তিন ভাগের একভাগ ছাড়িয়েছে। চীনে বনাঞ্চলের আয়তন ২২ কোটি ৭০ লাখ হেক্টর, যা বিশ্বের সবুজায়নের প্রধান শক্তিতে পরিণত হয়েছে।

 

তিনি আরও জানান, কেবল নিজে সুবজায়নের পথে অবিচল নয়, চীন বিশ্ব জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বহুপক্ষীয় বৈঠকে গঠনমূলক ভূমিকা পালন করেছে, যা প্যারিস চুক্তি স্বাক্ষর, কার্যকর ও বাস্তবায়নের জন্য ঐতিহাসিক অবদান রেখেছে। (রুবি/এনাম/লাবণ্য)