ছড়িয়ে পড়ার উচ্চ পর্যায়ে রয়েছে মহামারী: চীনা উপমন্ত্রী
2022-10-20 19:10:51

অক্টোবর ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন বরাবরই কোভিড-১৯ মহামারী উন্নয়নের পরিস্থিতির ওপর নজর দিয়ে আসছে। বর্তমানে মহামারী ছড়িয়ে পড়ার উচ্চ পর্যায়ে রয়েছে এবং ভাইরাসের অব্যাহত রূপান্তর মহামারির উন্নয়নের প্রবণতায় অনেক অনিশ্চয়তা বয়ে এনেছে। তাই মহামারী এখনও শেষ হয়নি।

মুখপাত্র আরও বলেন, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমস্ত দেশকে তাদের প্রচেষ্টা চালিয়ে সতর্কতা শিথিল না করে, ভাইরাস মিউটেশন সনাক্তকরণ এবং টিকাদান জোরদার করা এবং ব্যক্তিগত সুরক্ষার মতো জনস্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে, যাতে মহামারির চূড়ান্ত পরিণতির পরিস্থিতি তৈরি করা যাবে।

তিনি বলেন, চীন সরকার বরাবরই জনগণ এবং জীবনকে প্রথম স্থানে রাখার চিন্তাধারা অনুসরণ করে মহামারি প্রতিরোধ ও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সমন্বিত উন্নয়নের নীতিতে অবিচল রয়েছে। সময় ও পরিস্থিতি অনুযায়ী মহামারী প্রতিরোধের নীতিমালা সুবিন্যস্ত করছে চীন সরকার। মহামারীর বিরুদ্ধে লড়াই করতে চিনের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।

লিলি/এনাম/রুবি