চীনের সুস্পষ্ট উন্নয়ন লক্ষ্য ও দৃঢ় বিশ্বাস রয়েছে: বিদেশী বিশেষজ্ঞগণ
2022-10-20 15:52:18

অক্টোবর ২০: বিদেশীরা চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসের প্রতিবেদনের উচ্চ মূল্যায়ন করেছেন। তারা বলেছেন, কংগ্রেসে চীনের ভবিষ্যৎ উন্নয়নের ব্লুপ্রিন্ট আঁকা হয়েছে। চীনকে একটি সার্বিক আধুনিক শক্তিশালী দেশ নির্মাণের উদ্দেশ্য স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের চীন-মার্কিন গবেষণালয়ের সিনিয়র গবেষক সুরভ গুপ্ত বলেছেন, সিপিসির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর ভূ-রাজনৈতিক পরিবেশ পরিবর্তন হয়েছে; তবে, প্রেসিডেন্ট সি চিন পিং প্রতিবেদনে বলেছেন, আধুনিকায়নকে অগ্রাধিকার দেয়া হবে এবং তার বাস্তবায়নের উপায় ও পদ্ধতি পরিবর্তন হবে না।

 

সুরভ গুপ্ত বলেন, শান্তিপূর্ণ উন্নয়ন ও সহযোগিতা জোরদার করে আসছে চীন এবং তাতে লক্ষণীয় সফলতাও অর্জন করেছে। বিশ্বের নানা দেশের উচিত বহুপক্ষবাদ রক্ষা ও অভিন্ন উন্নয়ন অনুসন্ধান করা।

 

কানাডার  বিদ্যুৎ-চালিত গাড়ি সমিতির পরিচালক মন্টগোমারি গিসবোর্ন ১০-১২ বারের মতো চীন সফর করেছেন। এবারের প্রতিবেদনে উল্লেখিত দারিদ্র্যবিমোচন ও টেকসই বিষয়টি তার মনে গভীর ছাপ ফেলেছে।

 

তিনি বলেছেন, দারিদ্র্যবিমোচনে চীন খুব ভাল করেছে এবং প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়নের নীতি প্রণয়ন ও প্রয়োগের ক্ষেত্রেও চীন ভাল করেছে। (শিশির/এনাম)