আইন প্রণয়নে জনগণের অংশগ্রহণ আরও জোরালো করবে চীন
2022-10-19 17:00:42

অক্টোবর ১৯: চীনের বিচার মন্ত্রণালয়ের পার্টি লিডারশীপ গ্রুপের সদস্য ও উপমন্ত্রী চুও লি আজ (বুধবার) চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত তৃতীয় সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন।

 

তিনি বলেন, চীন কার্যকরভাবে গুরুত্বপূর্ণ, উদীয়মান এবং বিদেশ-সম্পর্কিত ক্ষেত্রের আইন প্রণয়নকে শক্তিশালী করবে।

 

তিনি বলেন, সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে বিজ্ঞানের ভিত্তিতে গণতান্ত্রিক-ভাবে আইন প্রণয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করার কথা উল্লেখ করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট সংস্থা সক্রিয়ভাবে জাতীয় নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, গণস্বাস্থ্য, জৈব নিরাপত্তা, প্রাকৃতিক সভ্যতা, হুমকি প্রতিরোধ এবং বিদেশ-সংক্রান্ত আইন শাসনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আইন প্রণয়নকে এগিয়ে নিয়ে যাবে।

 

তিনি বলেন, নতুন যুগে সংস্কার ও উন্নয়নের প্রয়োজনীয়তা পূরণ করে না-এমন আইন ও প্রবিধানগুলোকে সময়মত সংশোধন বা বাতিল করা হবে এবং ভাল আইনের মাধ্যমে উন্নয়নের প্রচার এবং সুশাসন নিশ্চিত করার দিকে মনোনিবেশ করা হবে।

 

তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে আইন প্রণয়নে জনসাধারণের অংশগ্রহণের চ্যানেলগুলো সম্প্রসারিত করতে হবে এবং আইন প্রণয়নে জনগণের জানার, অংশগ্রহণের, মতামত প্রকাশের এবং তত্ত্বাবধানের অধিকার নিশ্চিত করতে হবে।

লিলি/এনাম/রুবি