মেধাস্বত্বের আইনি নিরাপত্তা জোরদার করবে চীন
2022-10-19 16:12:16


 

অক্টোবর ১৯: আজ (বুধবার) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসের তৃতীয় সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

 

সম্মেলনে সর্বোচ্চ গণ-আদালতের সিপিসি কমিটির উপ-সম্পাদক ও  উপ-প্রধান হ্য রং বলেছেন, নতুন যুগে চীনের আদালত মেধাস্বত্বের আইনগত সংরক্ষণ জোরদার করবে এবং উচ্চ মানের বিজ্ঞান ও প্রযুক্তি স্বাধীনতা বাস্তবায়নে শক্তিশালী বিচারিক সেবা প্রদান করবে।

 

তিনি বলেছেন, বর্তমানে চীনের আদালতে বিচারের আওতায় এসেছে পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ট্রেড সিক্রেটস, ইন্টিগ্রেটেড সার্কিটের লেআউট ডিজাইন, নতুন উদ্ভিদের জাতি ইত্যাদি এবং অন্যায্য প্রতিযোগিতা এবং একচেটিয়া চর্চার মামলা।

 

তিনি বলেন, ভবিষ্যতে বিগ ডেটা, এআই, জিন প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে মেধাস্বত্ব সংরক্ষণের নিয়ম সুসম্পন্ন করা হবে। একচেটিয়া ও অন্যায্য প্রতিযোগিতা-বিরোধী আইন জোরদার করা হবে।

 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও বিচার সহযোগিতা গভীরতর এবং মেধাস্বত্ব সংরক্ষণে ন্যায্য ভাবমূর্তি ও আন্তর্জাতিক প্রভাব উন্নত করবে চীন। (শিশির/এনাম/রুবি)