লু হু ১৯৮৬ সালের ২৪ এপ্রিল হ্যনান প্রদেশের চৌখৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের গায়ক, চলচ্চিত্র ও টিভি অভিনেতা, গীতিকার, সুরকার এবং সঙ্গীত প্রযোজক।
২০০৪ সালে তিনি হুনান টিভির একটি বিনোদন অনুষ্ঠান “স্টার একাডেমি”তে অংশ নিয়ে সারা দেশের চতুর্থ স্থান পেয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০০৯ সালে তিনি একটি যুব প্রতিমা নাটকে পরিবেশন করেন। ২০১২ সালে তিনি একক গান “প্রতিশ্রুতি দেয়া হয়েছে” প্রকাশ করেন।
আসলে শোবিজে প্রবেশ করার পর লু হু ২০০৭ সালে হুনান টিভি’র অন্য একটি বিনোদন অনুষ্ঠান “সুপার বয়”-এ অংশ নিয়ে ছাংশা প্রতিযোগিতা অঞ্চলের চ্যাম্পিয়ন এবং সারা দেশে ১৩তম হন। প্রতিযোগিতার পর তিনি একক মূল গান “বাবা-মা অফিসে যান এবং আমি কিন্ডারগার্টেনে যাই” গানটি প্রকাশ করেন। নামটা খুবই মজা, তাইনা! মনে হয় কিন্ডারগার্টেনের শিশুদের গান।
২০১৩ সালের ১৭ মে লু হু তাঁর প্রথম একক অ্যালবাম “সুন্দরীর অনুরাগী ইনস্ট্যান্ট নুডলস ছেলে” প্রকাশ করেন। এ ছাড়া, তিনি কণ্ঠশিল্পী ওয়েই ছেনের জন্য গানের লিরিক্স ও সঙ্গীত সৃষ্টি করেন। ২০১৪ সালে অ্যালবামটি দিয়ে তিনি ২০১৩ সালের মিউজিক রেডিও চীনের টপ তালিকার বার্ষিক জনপ্রিয় নতুন শিল্পী ও ক্যাম্পাস জনপ্রিয় গায়ক পুরস্কার জিতেন।
২০১৪ সালে লু হু “পাথরের রাস্তার স্ল্যাব” নামক একক গান প্রকাশ করেন। গানটি পাশাপাশি চলচ্চিত্র “পিকিং মুহূর্ত”-এর শেষ গান হিসেবে বাছাই করা হয়। আসলে গানের ম্যান্ডারিন ও ইংরেজি দু’টো সংস্করণ আছে। কিন্তু আজকের অনুষ্ঠানে আমি গানটির ম্যান্ডারিন সংস্করণটি আপনাদের শোনাব, কেমন?
২০১৫ সালের নভেম্বরে এবং ২০১৬ সালের জুলাই মাসে লু হু পর পর “অবিবাহিত” ও “বার্তা” নামের একক গান প্রকাশ করেন। ২০১৭ সালে তিনি অন্য শিল্পীর জন্য পরপর “কলা সুপারম্যান” ও “গোপন” গান সৃষ্টি করেন। ইতোমধ্যে তিনি বেশ কয়েকজন শিল্পী বা চলচ্চিত্রের জন্য গান সৃষ্টি করেন। ২০১৮ সালের অগাস্টে তিনি টিভি নাটক “ইয়ানসি প্রাসাদের গল্প”-এর জন্য সৃষ্টি এবং গাওয়া শেষ গান প্রকাশিত হয়। টিভি নাটকটি তখন অনেক জনপ্রিয় ছিল। তাঁর গানটিও পর পর অনেক পুরস্কার জিতে।
লু হু খুব প্রতিভাবান শিল্পী। আসলে তাঁর অ্যালবাম “সুন্দরীর অনুরাগী ইনস্ট্যান্ট নুডলস ছেলে”-এ তিনি লিরিক্স ও সঙ্গীত রচনার ছাড়াও অ্যালবামের প্রযোজক ও পরিচালক ছিলেন। তাঁর সঙ্গীত আরামদায়ক ও প্রাণবন্ত, লিরিক্স দৃঢ়তা ও স্ব-বিদ্রূপ আছে। খুব সহজেই তাঁর একই অনুভূতি পাবে অনুরাগীরা। ২০২০ সালে তিনি টিভি নাটক “শীতকালীন বেগোনিয়া”র জন্য থিম সং সৃষ্টি করেছনে এবং গানটি গেয়েছেন। খুব সুন্দর ও বৈশিষ্ট্যময় একটি গান।
(প্রেমা/এনাম)