বৈশ্বিক উন্নয়নে আরও বেশি অবদান রাখবে চীন: মুখপাত্র
2022-10-19 19:25:55

অক্টোবর ১৯: বিশ্ব উন্নয়ন প্রস্তাব বৈশ্বিক সুশাসনের ঘাটতি সমাধান এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের মেধা প্রদানের উদাহরণ। তাতে মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটির চেতনা এবং  বিশ্ব উন্নয়ন প্রস্তাবে নতুন যুগে চীনা কূটনীতির দায়িত্বজ্ঞান প্রতিফলিত হয়েছে।

 

আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিং বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন।

 

ওয়াং ওয়েন বিন বলেছেন, গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম সাধারণ বিতর্কে বিশ্ব উন্নয়ন প্রস্তাব উত্থাপন করেছেন চীনের প্রেসিডেন্ট। যার লক্ষ্য আন্তর্জাতিক সমাজের উন্নয়নের ওপর ফোকাস, আন্তর্জাতিক উন্নয়নে সহযোগিতা জোরদার, এবং উন্নয়নের কঠিন বিষয় সমাধান ত্বরান্বিত করা।

 

ওয়াং ওয়েন বিন বলেন, গত এক বছরে চীন ও আন্তর্জাতিক সমাজের যৌথ প্রচেষ্টায় বিশ্ব উন্নয়ন প্রস্তাব ফলপ্রসূ হওয়ার সঙ্গে সঙ্গে সুষ্ঠু উন্নয়নের প্রবণতা দেখা দিচ্ছে। বর্তমানে শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা এ প্রস্তাব সমর্থনের কথা ব্যক্ত করেছে এবং ৬০টিরও বেশি দেশ ‘বিশ্ব উন্নয়ন প্রস্তাব’ সংক্রান্ত বন্ধু গ্রুপে যোগ দিয়েছে। এ প্রস্তাব চীনের সঙ্গে আসিয়ান, মধ্য এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ দেশের সহযোগিতামূলক দলিলে অন্তর্ভুক্ত হয়েছে। 

 

তিনি আরও বলেন, ভবিষ্যতে চীন অব্যাহতভাবে নিজের উন্নয়ন ও মানব জাতির উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা পালন করবে।

(রুবি/এনাম/লাবণ্য)