বাস্তব বহুপক্ষবাদে অবিচল থাকতে দৃঢ়প্রতিজ্ঞ চীন: মুখপাত্র
2022-10-19 19:08:39

অক্টোবর ১৯: আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক-না কেন, চীন বাস্তব বহুপক্ষবাদে অবিচল থাকবে, বৈশ্বিক সুশাসনের প্রচেষ্টা এবং বহুপক্ষীয় সহযোগিতার অভিযান বেগবান করার দৃঢ়প্রতিজ্ঞা থেকে পিছু হটবে না। আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এসব কথা বলেছেন।

 

ওয়াং ওয়েন বিন বলেন, চীন বর্তমান আন্তর্জাতিক শৃঙ্খলার দৃঢ় রক্ষাকারী। দেশটি বরাবরই জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করে আসছে এবং জাতিসংঘ সনদ-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও বিশ্ব বাণিজ্য সংস্থা-কেন্দ্রিক বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থায় অবিচল রয়েছে।

 

তিনি বলেন, গত দশ বছরে জাতিসংঘকে দেওয়া চীনের সদস্য ফির পরিমাণ স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে। চীন ইতিবাচকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের প্রতিশ্রুতি পালন এবং বাজার প্রবেশদ্বারের শর্ত শিথিল করার পাশাপাশি উচ্চ মানের উন্মুক্তকরণ বেগবান করে আসছে।

 

চীনা মুখপাত্র বলেন, আমদানির শুল্ক ১৫.৩ শতাংশ থেকে কমে ৭.৪ শতাংশ ছাড়িয়েছে।  তা ছাড়া, চীন  বিশ্ব বাণিজ্য সংস্থার ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাফল্য অর্জনে ইতিবাচক ভূমিকা পালন করেছে। তাতে সমন্বয় ও সহযোগিতা করে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষার দৃঢ়প্রতিজ্ঞা প্রতিফলিত হয়েছে।

 

ওয়াং ওয়নে বিন আরও বলেন, চীন বিশ্ব শান্তি, অভিন্ন উন্নয়ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার অবদানকারী। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র উত্থাপিত বিশ্ব উন্নয়ন প্রস্তাব ও বিশ্ব নিরাপত্তা প্রস্তাব আন্তর্জাতিক সমাজে স্বীকৃতি পেয়েছে। চীন সর্বপ্রথমে জাতিসংঘের সহস্রাধিক উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন করেছে।

 

তিনি আরও বলেন, গত ১০ বছরে চীনের অর্থনীতি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ৩৮.৬ শতাংশ অবদান রেখেছে। কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা, ইরানের পরমাণু সমস্যা এবং আফগানিস্তান বিষয়সহ নানা ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন চীন। নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশের মধ্যে চীন সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠিয়েছে। (রুবি/এনাম/লাবণ্য)