‘চীনে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে’
2022-10-19 15:25:59

অক্টোবর ১৯: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ও বিচার কমিশনের উপ-মহাসচিব ইন পাই আজ (বুধবার) আইনানুগ চীন নির্মাণের অবস্থা তুলে ধরার সময় বলেন, বর্তমানে চীনে সার্বিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক আইনি ব্যবস্থার নির্মাণ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

 

একই দিন তিনি সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্রের তৃতীয় সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর সি চিন পিংয়ের আইনের শাসনের চিন্তাধারার নির্দেশনায় কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে প্রথম বারের মতো সার্বিকভাবে আইন অনুযায়ী দেশ শাসন নিয়ে গবেষণা করা হয়। প্রথম বারের মতো আইন দ্বারা দেশকে সামগ্রিকভাবে শাসন-বিষয়ক কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রথম বারের মতো আইন দ্বারা দেশকে সামগ্রিকভাবে শাসন-বিষয়ক কর্ম-সম্মেলনের আয়োজন করা হয়।

 

তিনি বলেন, বৈজ্ঞানিকভাবে আইন প্রণয়ন করা, কঠোরভাবে আইন প্রয়োগ করা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং সমগ্র জনগণের আইন মেনে চলার কাজ ব্যাপকভাবে উন্নীত হয়েছে। তা সমাজতান্ত্রিক আইনের দেশ নির্মাণে একটি শক্তিশালী প্রেরণা যোগ করেছে।

 

ইন পাই বলেন, পরবর্তী ধাপে সংবিধানকে কেন্দ্র করে চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক আইনি ব্যবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করতে হবে। আইন অনুসারে প্রশাসনকে স্থিরভাবে দেশ পরিচালনা করতে হবে, কঠোরভাবে এবং নিরপেক্ষভাবে বিচার পরিচালনা করতে হবে এবং আইন দ্বারা শাসিত সমাজের নির্মাণকে ত্বরান্বিত করতে হবে। আইনকে সম্মান করা, আইন শিখা, আইন মেনে চলা এবং আইন ব্যবহার করা সকল মানুষের সাধারণ সাধনা ও সচেতন ক্রিয়া হয়ে উঠবে এবং সামাজিক শাসনের বৈধকরণের স্তরকে ব্যাপকভাবে উন্নত করা যাবে।

 

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ পর্যন্ত চীনে ২৯৩টি আইন কার্যকর রয়েছে। তা ছাড়া, ৫৯৮টি প্রশাসনিক বিধিবিধান এবং ১৩ হাজারেরও বেশি স্থানীয় প্রবিধান রয়েছে। গত ১০ বছরে, ১৫৯টি সিপিসি’র কেন্দ্রীয় বিধিমালা প্রণয়ন ও সংশোধন করা হয়েছে।

লিলি/এনাম/রুবি