সোমালিয়ায় হাজার হাজার পুষ্টিহীন শিশু মারা যেতে পারে: ইউনিসেফের আশঙ্কা
2022-10-19 10:23:54

অক্টোবর ১৯: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের ইউনিসেফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সোমালিয়ায় অভূতপূর্ব অনাবৃষ্টির কারণে কয়েক হাজার শিশু গুরুতর পুষ্টিহীনতায় ভুগছে এবং এদের একটা বড় অংশ অকাল মৃত্যুর সম্মুখীন। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, অগাস্ট থেকে দেশটির ৪৪ হাজার শিশুকে গুরুতর পুষ্টিহীনতার কারণে হাসপাতালে পাঠানো হয়। তার মানে, প্রতি এক মিনিটে একটি শিশুকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

বিগত কয়েক মাস ধরেই আফ্রিকা ৪০ বছরের মধ্যে সবচেয়ে গুরুতর অনাবৃষ্টির সম্মুখীন হচ্ছে। এর গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে আফ্রিকার কয়েকটি দেশের ২ কোটির বেশি মানুষের ওপর।

চলতি বছর ইউনেসেফের কর্মীরা গুরুতর পুষ্টিহীনতার শিকার ৩ লক্ষাধিক শিশুর প্রাণ বাঁচায়। আর গত ৩ মাসে ইউনিসেফের জরুরি পানি পরিবহন প্রকল্প ৫ লাখ মানুষের জন্য পানীয় জল সরবরাহ করে। (প্রেমা/আলিম/ছাই)