‘তোমাকে সারা জীবন ভালোবাসবো’
2022-10-19 11:02:50

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং মিং ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ওয়াং মিং ছুয়ান, ১৯৪৭ সালের ২৮ অগাস্ট চীনের শাংহাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের একজন নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেত্রী ও উপস্থাপিকাও বটে। ১৯৬৬ সালে তিনি লি দি টেলিভিশনে যোগ দেন।

১৯৮৮ সালে ওয়াং মিং ছুয়ান চীনের সপ্তম জাতীয় কংগ্রেসের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রতিনিধি হন। ১৯৯৬ সালে ওয়াং মিং ছুয়ান চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রস্তুতি কমিশনের সদস্য হয়েছেন।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং মিং ছুয়ানের গান ‘তোমাকে সারা জীবন ভালোবাসবো’। গানের কথায় বলা হয়, তোমাকে সারা জীবনই ভালোবাসবো। দুই হৃদয় একটাই হয়। তোমার মনে একটি তালা দেই। তোমার হৃদয় শুধুই আমার। পাথর ভেঙে যেতে পারে, সমুদ্র শুকিয়ে যেতে পারে। তবে, আমাদের প্রেম কখনোই বিচ্ছিন্ন হবে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং মিং ছুয়ানের গান ‘জীবন-রেখা’। গানের কথাগুলো এমন: জীবনে অনেক কঠিনতা থাকে। শীর্ষে পৌঁছাতে শুধু সৌভাগ্য নয়। সুযোগের কাজে লাগাতে হয়। ধরতে না পারলে নিজেকে জিজ্ঞেস করতে হয়। নতুন দিনটি চ্যালেঞ্জ হয়, কপাল নিজের হাতে পরিবর্তন করা যায়। জীবনের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে হয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ওয়াং মিং ছুয়ানের গান ‘মেঘের মতো, বাতাসের মতো’। গানের কথায় বলা হয়, মেঘের মতো, বাতাসের মতো, সবসময় পাশে আছে। বাতাসে মেঘ প্রতিদিন ঘুরে চলে। তুমি মেঘের মতো, তুমি বাতাস, হাতে হাত ধরে সেই অনুরাগের স্বপ্ন খুঁজে। ভাইয়ের সঙ্গে চাঁদ খুঁজে, ভাইয়ের সঙ্গে সূর্য খুঁজি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং মিং ছুয়ানের গান ‘ভালোবাসার বাতাস তোমাকে জানাবে’। গানের কথায় বলা হয়, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মিস করি। সবসময় তোমাকে মনে রাখি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় মিস করি। মিষ্টি ভালোবাসা কখনই ভুলে যাই না। ভালোবাসার বাতাস তোমাকে জানাবে, আমি তোমাকে কত ভালোবাসি।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং মিং ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)