(ছবি) তিব্বতের প্রাকৃতিক পরিবেশ উন্নত হয়েছে
2022-10-19 14:53:55

অক্টোবর ১৯: গত ১০ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, তিব্বতের প্রাকৃতিক পরিবেশের অনেক উন্নতি ঘটেছে। সম্প্রতি লাসায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে বলা হয়, তিব্বতের ৫০ শতাংশেরও বেশি ভূমি পরিবেশগত সুরক্ষা রেড লাইনের অন্তর্ভুক্ত হয়েছে; বিরল বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে; কালো ঘাড়ের সারসের সংখ্যা ৩ হাজারের কম থেকে বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে; তিব্বতি অ্যান্টিলোপের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখেরও বেশি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)