বিদেশী নেতাদের চোখে জাতীয় কংগ্রেস
2022-10-19 15:27:19


অক্টোবর ১৯: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেস গত ১৬ অক্টোবর বেইজিংয়ে শুরু হয়েছে। সম্প্রতি নানা দেশের নেতারা চায়না মিডিয়া গ্রুপকে (সিএমজি) দেয়া সাক্ষাতকারে বলেছেন,  সিপিসির নেতৃত্বে চীনা জনগণ দ্বিতীয় শতবর্ষের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করে বিশ্ব শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস করেন তাঁরা।

 

লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট থংও সিসোলিথ বলেছেন, সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসে গুরুত্বপূর্ণ ফলাফল অর্জিত হবে। তা থেকে সকল চীনা উপকৃত হবে এবং সার্বিকভাবে আধুনিক সমাজতান্ত্রিক দেশ নির্মাণে নতুন চালিকাশক্তি যোগাবে এ কংগ্রেস।

 

ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সান বলেছেন, সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেস শুধু চীনের জন্য বড় একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং বিশ্বের জন্য বড় একটি ব্যাপার। চীনের উন্নয়ন এবং বৈশ্বিক ও আঞ্চলিক  শান্তি, সহযোগিতা ও উন্নয়নে চীনের আরও গুরুত্বপূর্ণ অবদান রাখাকে সব সময় সমর্থন করে ভিয়েতনাম।

 

কেনিয়ার ক্ষমতাসীন দল দ্য ইউনাইটেড ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এর প্রেসিডেন্ট জন-স্টোন মুতহামা সিপিসির নেতৃত্বে চীনাদের অর্জিত মহান সফলতার উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি বলেন, চীন কেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদারদের অন্যতম এবং সাম্প্রতিক বছরগুলোতে অবকাঠামো নির্মাণসহ নানা ক্ষেত্রে কেনিয়াকে দুর্দান্ত সমর্থন দিয়েছে চীন।

 

শিশির/এনাম/রুবি