চীনের পরিষেবা খাতে আমদানি-রপ্তানি বেড়েছে ২০.৪ শতাংশ
2022-10-19 10:24:53

অক্টোবর ১৯: চলতি বছরের প্রথম আট মাসে চীনের পরিষেবা খাতে আমদানি-রপ্তানির মোট পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২০.৪ শতাংশ বেড়ে ৩.৯৩৭৫৬ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিষেবা বাণিজ্য বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা এ কথা জানান।

তিনি জানান, জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত পরিষেবা বাণিজ্যে জ্ঞান-সম্পৃক্ত ব্যবসা স্থিতিশীলভাবে বৃদ্ধি পায়। এ সময় পর্যটন পরিষেবা খাতেও আমদানি-রপ্তানি বৃদ্ধি পায়।

তিনি আরও জানান, বছরের প্রথম আট মাসে জ্ঞান-সম্পৃক্ত পরিষেবা খাতে আমদানি-রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১১.৪ শতাংশ বেড়ে ১.৬৪৩২৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়। আর সারা দেশে পর্যটন পরিষেবা খাতে আমদানি-রপ্তানির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৭.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫৪ হাজার ২৬৬ কোটি ইউয়ানে। (প্রেমা/আলিম/ছাই)