দক্ষিণ কোরিয়ার জাহাজকে চীনের সহায়তা বন্ধুত্বের বহিঃপ্রকাশ: চীনা মুখপাত্র
2022-10-19 16:56:08

অক্টোবর ১৯: চীনের ফুচিয়ানের নিকটবর্তী জলসীমায় চীনের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার একটি কার্গো জাহাজ উদ্ধার নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, দক্ষিণ কোরিয়ার একটি কার্গো জাহাজের সাহায্য চাওয়ার তথ্য পাওয়ার পর চীনের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত কার্যকর সাহায্য করেছে। এ জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।

 

মুখপাত্র বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া প্রতিবেশী রাষ্ট্র। প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক দুর্ঘটনার সময় একে অপরকে সাহায্য করার ঐতিহ্য আছে তাদের। এর আগে দক্ষিণ কোরিয়া বহু বার সঙ্কটে থাকা চীনা জেলে ও ক্রু সদস্যদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এটি শুধুমাত্র দুই পক্ষের মধ্যে মানবিক সহযোগিতা নয়, বরং দুই দেশের বন্ধুত্বের একটি সুনির্দিষ্ট প্রকাশও বটে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজ ফুচিয়ান প্রদেশের পুথিয়েনের কাছাকাছি সামুদ্রিক অঞ্চলে বিপদে পড়ে। তখন চীন সহায়তার হাত বাড়িয়ে দেয়। ফলে ২০ জনেরও বেশি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়।

লিলি/এনাম/রুবি