‘চীনে খুন, বন্দুক ও বিস্ফোরণের মামলার হার সর্বনিম্ন’
2022-10-19 17:02:33

অক্টোবর ১৯:  চীনে খুন, বন্দুক ও বিস্ফোরণের মামলার হার সর্বনিম্ন। প্রতি এক লাখ জনগোষ্ঠীতে খুনের মামলার হার মাত্র ০.৫ শতাংশ। চীনের গণ-নিরাপত্তা মন্ত্রণালয়ের সিপিসি’র সদস্য এবং উপমন্ত্রী সু কান লু আজ (বুধবার) সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের তৃতীয় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

 

 তিনি বলেন, গত দশ বছরে চীনে খুনের মামলা ও নিরাপত্তা দুর্ঘটনার হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ২০২১ সালে হত্যা, ধর্ষণসহ ৮ ধরণের অপরাধ, মাদক অপরাধ, লুটপাট এবং তিন জনের বেশি মানুষের মৃত্যু  ঘটেছে এমন সড়ক দুর্ঘটনার পরিমাণ ২০১২ সালের তুলনায় যথাক্রমে ৬৪.৪, ৫৬.৮, ৯৬.১, ৬২.৬, ও ৫৯.৩ শতাংশ কমেছে।

 

এসময় জনসাধারণের নিরাপত্তা বোধ ব্যাপক উন্নত হয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ২০২১ সালের এক জরিপে জানা গেছে, জননিরাপত্তা বোধ ৯৮.৬ শতাংশ ছাড়িয়েছে, যা ২০১২ সালের তুলনায় ১১ শতাংশ বেশি। বর্তমানে চীনকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের অন্যতম  হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 (রুবি/এনাম/লাবণ্য)