ইয়াং চি নদীর বদ্বীপের উন্নয়ন চিত্র তুলে ধরলেন মুখপাত্রগণ
2022-10-19 17:07:51

অক্টোবর ১৯: গতকাল (মঙ্গলবার)   সন্ধ্যায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিংশতম জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গ্রুপ সাক্ষাতকার।  তাতে শাংহাই, চিয়াং সু, চ্য চিয়াং, ও আন হুইসহ ৭টি প্রদেশ ও শহরের প্রতিনিধি দলের মুখপাত্রগণ দেশি-বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। 

 

এ সাক্ষাতকারে ইয়াং চি নদীর বদ্বীপের উন্নয়নের কৌশলের কার্যকারিতা ও বাস্তবায়ন সব মিডিয়ার দৃষ্টি কেড়েছে।

 

শাংহাই প্রতিনিধি দলের তথ্য মুখপাত্র ও সম্প্রচার বিভাগের উপ-মহাপরিচালক চাও চিয়া মিং জানিয়েছেন, বর্তমানে ইয়াং ই নদীর বদ্বীপের একীকরণের বিভিন্ন কর্মসূচী সার্বিকভাবে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে।

 

শাংহাই-এর  উদাহরণ দিয়ে তিনি বললে, এ শহরের অবাধ বাণিজ্যিক পরীক্ষামূলক অঞ্চল - লি কাং- নতুন অঞ্চলের সামগ্রিক কর্মসূচীর মধ্যে ৭৮টি উদ্ভাবনী কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

 

তিনি বলেন, ইয়াং চি নদীর বদ্বীপে উদ্ভাবনের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি গঠনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে কিছু নির্ণায়ক প্রযুক্তির ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। চিকিৎসা বিমা কার্ড একত্রিত করার বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করা হয়েছে। অন্য স্থানে চিকিৎসা নিলে সরাসরি হিসাব করা যায়। অধিকতর মানুষ বলছেন, বদ্বীপের উন্নয়ন আরও দ্রুত এবং জীবন আরও সুন্দর হয়েছে।

 

সিয়াং সু প্রদেশের সিপিসি’র কমিটির স্থায়ী সদস্য ও সম্প্রচার বিভাগের মহাপরিচালক চাং আই চুন বলেছেন, চিয়াং সু প্রদেশ ইয়াং ই নদীর বদ্বীপের অন্য স্থানের সঙ্গে শিল্প চেইনের মিত্র গঠন করেছে। জৈব চিকিৎসা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন জ্বালানিসহ নানা শিল্প তাতে অন্তর্ভুক্ত হয়েছে।

 

চ্য চিয়াং প্রদেশের সিপিসি’র স্থায়ী সদস্য ও সম্প্রচার বিভাগের মহাপরিচালক ওয়াং কাং বলেন, চ্য চিয়াং ইয়াং চি নদীর বদ্বীপের ডিজিটাল উদ্ভাবন অঞ্চল গঠন ও ডিজিটাল ইয়াং চি বদ্বীপের উন্নয়ন প্রস্তাবসহ সব কাজে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছে। সামাজিক বীমা কার্ডসহ বর্তমানে বদ্বীপে ১০০০টিরও বেশি প্রকল্পে একই কার্ড ব্যবহার করা যায়।

 

আন হুই প্রদেশের প্রতিনিধি দলের তথ্য মুখপাত্র ও সম্প্রচার বিভাগের মহাপরিচালক কুও চিয়াং জানিয়েছেন, নতুন যুগের দশ বছরে আন হুই প্রদেশ অনেক সুযোগ সুবিধা পেয়ে ব্যাপক লাভবান হয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর আন হুই প্রদেশে জিডিপি’র পরিমাণ ছিল ৪.৩ ট্রিলিয়ন ইউয়ান। মাথাপিছু জিডিপি ১০ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে।

(রুবি/এনাম/লাবণ্য)