ইথিওপিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: আন্তোনিও গুতেরহিস
2022-10-18 11:05:15

অক্টোবর ১৮: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস বলেছেন, ইথিওপিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ অবস্থায় যত দ্রুত সম্ভব টাইগ্রে অঞ্চলে সংঘাত বন্ধ করতে হবে।

তিনি বলেন, সংঘর্ষের কারণে সাধারণ নাগরিকদের বিশাল ক্ষতি হচ্ছে। সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের বিধান মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিকদের রক্ষায় মানবিক সাহায্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জাতিসংঘ ইথিওপিয়ায় সংঘাতের অবসান ঘটাতে এইউকে সম্ভাব্য সব উপায়ে সমর্থন করে যাবে। একটি কার্যকর ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক নিষ্পত্তির জন্য আলোচনা পুনরায় শুরু করার আহ্বানও জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর ইথিওপিয়ান সরকার এবং "টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট" (পিএফএলপি) আফ্রিকান ইউনিয়নের শান্তি আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে। ইথিওপিয়ান সরকার বলেছে, শান্তি আলোচনা ইথিওপিয়ান সরকারের নীতির সাথে সঙ্গতিপূর্ণ ছিল। কিন্তু পিএফএলপি জোর দিয়ে বলেছে, তারা অংশগ্রহণ করলেও, আফ্রিকান ইউনিয়ন তাদের সঙ্গে আগে যোগাযোগ করেনি। ফলে, ৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকায় নির্ধারিত শান্তি আলোচনা অজানা কারণে স্থগিত হয়ে যায়, যা এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। (ইয়াং/আলিম/ছাই)