‘অর্ধেক হৃদয়’
2022-10-18 14:32:37

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই সিং চুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছাই সিং চুয়ান, ১৯৬৬ সালের ১৮ মার্চ চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী এবং তিনি একই সঙ্গে একজন উপস্থাপিকা। ১৯৮০ সারে ছাই সিং চুয়ান আনুষ্ঠানিকভাবে সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সংগীত জগতে পা রাখেন।

 

১৯৮০ সালে ছাই সিং চুয়ানের প্রথম অ্যালবাম ‘পূর্বের কণ্ঠশিল্পী ছাই সিং চুয়ান’ বাজারে আসে। ১৯৮৩  সালে তিনি টিভি সিরিজ ‘তারা আমার মনের কথা জানে’–এর থিম সং গেয়ে সবার কাছে বিখ্যাত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছাই সিং চুয়ানের গান ‘অর্ধেক হৃদয়’। গানের কথাগুলো এমন: আমি কি চলে যেতে পারি? তুমি কিছুই বলো না। ভালোবাসা যেন গত রাতের চা, তবে আমি তা খেয়ে ফেলবো। আমাদের মধ্যে কি কিছু প্রেম অবশিষ্ট আছে? প্লিজ, চলে যেও না। অর্ধেক হৃদয়, আমার হৃদয়, তুমি কি সত্যি খুশি?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ছাই সিং চুয়ানের গান ‘পূর্বের মেয়ে’। গানের কথায় বলা হয়, পাহাড় অতিক্রম করে খুঁজি, নদ-নদী অতিক্রম করে খুঁজি। কে তোমার স্বপ্নের মেয়ে। দেশ থেকে বিদেশে, প্যারিস থেকে শাংহাইতে, কে পূর্বের মেয়ের তুলনা করতে পারে। তাঁর ভুরু, যেন ইয়াংসি নদীতে ওড়া পাখি। তাঁর চোখ, যেন পশ্চিম হৃদয়ের পানি। তাঁর হৃদয়, যেন পাহাড়ের তুষার মত সরল।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ছাই সিং চুয়ানের গান ‘পানির মধ্যে ফুল’। গানের কথাগুলো এমন: ঠান্ডা বৃষ্টিতে, কত সমৃদ্ধ স্বপ্ন। আগে রঙিন পৃথিবী, এখন বাতাসে ভেঙে যায়। হঠাত্ ফিরে দেখি, প্রেম যেন ধোঁয়ার মত। আমি দেখেছি, পানির মধ্যে ফুল। লাল রং রাখতে চায়। আমি দেখেছি, অশ্রুর মধ্যে আমি, কিছুই ধরতে পারি না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ছাই সিং চুয়ানের গান ‘আমি অন্যের প্রেম চাই না’। গানের কথায় বলা হয়, কেমন অনুভূতি, কেন আমাকে অন্যের প্রেম গ্রহণের কথা বলো। আমাদের আগের ভালোবাসা, কিভাবে চলে গেছে। আমি বুঝতে পারি না, তোমাকে আমার ভালোবাসা। কেন আমাকে ব্যথা দাও।

আচ্ছা, শুনুন গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই সিং চুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)