মানব জাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন হচ্ছে যুগের দাবি
2022-10-18 18:54:16

অক্টোবর ১৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, মহামারি, অর্থনীতির মন্দাবস্থায় ও যুদ্ধের সংকটে পড়েছে পৃথিবী। এমন প্রেক্ষাপটে মনব জাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন দৃঢ়ভাবে বিচ্ছিন্নতা, ছোট রাজনৈতিক গ্রুপের বিরুদ্ধে জবাব দিয়েছে এবং মানব জাতিকে এগিয়ে যাবার পথ দেখিয়েছে।

 

সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসে পর থেকে কেমন একটি বিশ্ব গড়ে তোলা এবং কীভাবে এ বিশ্বকে নির্মাণ করা যায় সে বিষয়ে সাধারণ সম্পাদক সি চিন পিং মানব জাতির ভাগ্য নিয়ে গভীর চিন্তা করেছেন এবং মানব জাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের ধারণা উত্থাপন করেছেন।

 

চীন এ প্রস্তাবের উদ্যোক্তা এবং অনুশীলনকারী। চীন বিশ্বের একমাত্র দেশ যে ‘শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল থাকা’ কথাটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। পাশাপাশি, চীন জাতিসংঘের  শান্তি রক্ষা কার্যক্রম,  আন্তর্জাতিক সমরাস্ত্র উত্পাদন নিয়ন্ত্রণ, নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের অবিস্তার প্রক্রিয়ায় ইতিবাচকভাবে অংশ নিয়েছে এবং চির শান্তিময় বিশ্ব গড়ে তুলতে চেষ্টা করে আসছে।

 

মানব জাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠন আন্তর্জাতিক সমাজের উচ্চ মূল্যায়ন ও উৎসাহী প্রতিক্রিয়া পেয়েছে বলে জানিয়েছেন চীনা মুখপাত্র। (শিশির/এনাম/রুবি)