চীনের দারিদ্র্যবিমোচন পরিকল্পনা বাস্তবায়নের ফলে বিগত এক দশকে ৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। এর মধ্যে ৯৬ লাখেরও বেশি মানুষ সুবিধাজনক এলাকায় স্থানান্তরিত হওয়ার পর দারিদ্র্য থেকে মুক্তি পান। এটি হলো নয়াচীন প্রতিষ্ঠার পর সবচেয়ে ব্যাপক পুনর্বাসন কার্যক্রম। এই সুদূরপ্রসারী স্থানান্তর নাটকীয় পরিবর্তন এনেছে। আজকের অনুষ্ঠানে আমি এ বিষয় নিয়ে কথা বলবো।
দক্ষিণ-পশ্চিম চীনে অবস্থিত ইউননান প্রদেশের ফুকং জেলায় ১৫টি সুবিধাজনক স্থানান্তর-এলাকা আছে। উপগ্রহ থেকে এসব এলাকা দেখা যায়। ২০১১ সালে ফুকং জেলার থুওফিং গ্রামে শুধুমাত্র কিছু বাড়িঘর ও মাটির রাস্তা ছিল। ২০২১ সালে উপগ্রহ থেকে পাঠানো ছবিগুলোয় দেখা যায়, গ্রামটিতে ৬ তলা আবাসিক ভবন, ফুটসাল মাঠ, কিডারগার্ডেন আছে। এছাড়াও ৪জি বেস স্টেশন ও নুচিয়াং নদী সেতু নির্মাণের মাধ্যমে গ্রামটির টেলিযোগাযোগ ও পরিবহনের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে।
তাহলে পাহাড়ী এলাকায় কিভাবে লোকজনকে স্থানান্তরিত করা হয়?
চার বছর আগে গ্রামটির মানুষকে সুবিধাজনক এলাকায় স্থানান্তরের কাজ শুরু হয়। থুওফিং গ্রামবাসী মিস্টার লুও’র পরিবারের ৭ জন সদস্য অবশেষে পাহাড় থেকে বেরিয়ে এসেছে। প্রজন্ম থেকে প্রজন্মের দীর্ঘকালের দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা তাদের পূরণ হয়েছে। বর্তমানে ৫৮ বছর বয়সী লুও কৃষিকাজ ছাড়াও এক্সপ্রেস বিতরণ করেন। তাঁদের জীবনমান অনেক উন্নত হয়েছে।
ফুকং জেলার গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬০০ মিটার, এমনকি ২৫০০ মিটার উঁচুতে অবস্থিত। ২০১৮ সালে গ্রামবাসীরা সুবিধাজনক এলাকায় স্থানান্তরণ পরিকল্পনার আওতায় পাহাড়ের নিচে স্থানান্তরিত হন। ২২ হাজার বাসিন্দা ১৫টি আবাসিক এলাকায় স্থানান্তরিত হন। এ সংখ্যা গোটা জেলার লোকসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ।
শুধু নুচিয়াং নদীর দুই তীরে নয়, গত দশ বছরে পশ্চিম ও মধ্য চীনে পাহাড়ী অঞ্চল, মরুভূমি, মালভূমি ও শীতপ্রধান এলাকার বিভিন্ন সুবিধাজনক এলাকায় স্থানান্তর পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চলে ছিংহাই প্রদেশ সিংহাই জেলার আনদুও লোক রীতিনীতি ও সংস্কৃতি গ্রামে ১০০ হেক্টর জমিতে নতুন আবাসিক ভবন নির্মিত হয়েছে। কাছাকাছি ৪৮টি দরিদ্র গ্রামের বাসিন্দারা এখানে স্থানান্তরিত হয়েছেন।
দক্ষিণ-উত্তরাঞ্চলে কুইচৌ প্রদেশের বিচিয়ে’র ২৯ হাজার গ্রামবাসী বোইয়াংলিন আবাসিক এলাকার ৭২৬৫টি বাড়িঘরে স্থানান্তরিত হয়েছেন। সিছুয়ান প্রদেশের চাওজুয়ে জেলার ১৮ হাজার দরিদ্র বাসিন্দা পাহাড়ের নিচে নতুন আবাসিক এলাকায় স্থানান্তরিত হয়েছেন।
সমস্ত চীনে এ ধরণের সুবিধাজনক আবাসিক এলাকা মোট ৩৫ হাজারটি। ৯৬ লাখেরও বেশি দরিদ্র বাসিন্দা নতুন বাড়িঘরে স্থানান্তরিত হয়েছেন। দশ বছরে তাঁরা আগের মাটির ঘর থেকে আধুনিক জীবনে উঠে গেছেন।
কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের হুয়ানচিয়াংয়ের মাওনান জাতির স্বায়ত্তশাসিত জেলার সিয়ানান থানা সম্পূর্ণভাবে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করেছে, সড়ক নির্মাণ করেছে, স্থানীয় শিল্প দ্রুত উন্নত হয়েছে।
সিনচিয়াং হ্যেথিয়ান এলাকার ইউথিয়ান জেলার দালিইয়াবুই নতুন গ্রামের বাসিন্দাদের নতুন বাড়িঘরে রেফ্রিজারেটর, টিভি, কফি-টেবিল, সোফা এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী আছে। তাঁদের জীবন অনেক সুখের ও আনন্দের।
সিছুয়ান লিয়াংশান বান্নারের চাওজুয়ে জেলার সানছাহ্যে থানার সানহ্যে গ্রামের বাসিন্দারা ১ হাজারেরও বেশি গরু পালন করেন। বর্তমানে গ্রামটির মাথাপিছু বার্ষিক আয় ১.৩ হাজার ইউয়ান আরএমবি’রও বেশি।
দশ বছরে চীনের দারিদ্র্যবিমোচনের জন্য সুবিধাজনক স্থানে স্থানান্তরের প্রকল্প মানব ইতিহাসে নজিরবিহীন ঘটনা সৃষ্টি করেছে। বর্তমানে চীনে গ্রাম পুনরুজ্জীবন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। চীনা গ্রামবাসীদের জীবন অবশ্যই আরো সুন্দর হবে। (ছাই/আলিম)