এই গ্রামটি কেন পর্যটকদের জন্য আকর্ষণীয়?
2022-10-18 16:55:07

চীনের হাইনান প্রদেশে খুব জনপ্রিয় একটি গ্রাম আছে, তার নাম হল লিউ খ্য গ্রাম। এখানে সবুজ ইট, কালো টাইলস এবং নারকেল গাছ দেখা যায়। শান্তিপূর্ণ গ্রামাঞ্চলটি যেন একটি ছবি পর্যটকদের সামনে তুলে ধরে। এই গ্রামে ওয়ান ছুয়ান নামে একটি নদী আছে, নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে ধানক্ষেত, ঢেউ খেলানো পদ্ম পুকুর এবং পুকুরের মাছ দেখা যায়। শতাব্দীর প্রাচীন বাড়িটি সারা বিশ্বের পর্যটকদের স্বাগত জানাতে তার দরজা খুলে দিয়েছে।

 

হাইনান প্রদেশের ছিয়ংহাই শহরে অবস্থিত ওয়েনছুয়ান নদীর অববাহিকায় পলি সমভূমিতে লিউ খ্য গ্রামটি বেশ প্রাচীন গ্রাম। শত শত বছর আগে, ওয়েনছুয়ান নদীর অববাহিকার গ্রামবাসীরা এখানকার লিউমা প্রাচীন ফেরি (ferry) থেকে সমুদ্রে যেতো বা আরও উত্তর দিকে যেতো। বো’আও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলন বো’আও গ্রামে স্থায়ী হওয়ার পর থেকে লিউ খ্য গ্রাম, যা প্রায় ৪ কিলোমিটার দূরে, গ্রামীণ পর্যটনে একটি ‘নতুন তারা’ হয়ে উঠেছে।

 

লিউ খ্য গ্রাম যেখানে অবস্থিত প্রশাসনিক গ্রাম মোছুন গ্রামের প্রথম সচিব ওয়াং ক্যলু বলেন যে, এখন গ্রামবাসীদের বাইরে গিয়ে কাজ করার জন্য ওয়েনছুয়ান নদী থেকে ফেরি নিতে হয় না। প্রতি বছর তারা বো’আওতে সম্মেলন বা খেলার জন্য আসা অতিথিদের আপ্যায়ন করে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারে। এভাবে জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলিতে, লিউ খ্য গ্রাম গ্রামীণ পুনরুজ্জীবন কৌশল বাস্তবায়নের উপর ভিত্তি করে একটি সুন্দর গ্রাম গড়ে তোলার চেষ্টা করছে এবং বিদেশি চীনাদের সাংস্কৃতিক শহর গড়ে তোলার দিকে মনোনিবেশ করেছে। ছোট গ্রামটি শান্ত, এবং সব ধরনের সুযোগ-সুবিধা সহজেই পাওয়া যায়, যা দূর থেকে অনেক পর্যটক আকর্ষণ করে।

 

গ্রামের জনপ্রিয় স্থান—ছাই ফ্যামিলি হাউস একটি ৮’শ বছর বয়সী গাছের পাশে দাঁড়িয়ে আছে, যা অদ্ভুত ও বেশ চওড়া। এই প্রাচীন দক্ষিণ-পূর্ব এশিয়া শৈলীর ভবনের প্রতিটি ইটসহ সব উপকরণ বিদেশ থেকে আনা হয়েছিল।

এটি পশ্চিমা-শৈলীর সজ্জা ও হাইনানের লোকজনের ঘর তৈরির বৈশিষ্ট্যকে সমন্বিত করে। এটি স্থানীয় পূর্বপুরুষদের দক্ষিণ-পূর্ব এশিয়ায় যাওয়ার চিহ্ন বহন করে।

নদীর তীরে হাঁটা, ১.২ কিলোমিটার দীর্ঘ লিউমা প্রাচীন ক্রসিং রিভারসাইড ল্যান্ডস্কেপ বেল্ট আকর্ষণীয় এবং ওয়েনছুয়ান নদীর সুন্দর দৃশ্য অনেক সুন্দর। তরুণদের আকৃষ্ট করার জন্য, লিউ খ্য গ্রাম রিভারসাইড ক্যাম্পিং, রিভার প্যাডেলবোর্ডিং এবং কায়াকিংয়ের মতো প্রোগ্রাম আয়োজন করেছেন।

চ্যচিয়াং থেকে ঝাও মিংঝুওর পরিবার যিনি ছিয়ংহাইতে ছুটিতে ছিলেন, বিখ্যাত লিউ খ্য গ্রামে এসেছিলেন। ‘শিশুরা মজাদার গ্রামীণ জীবন উপভোগ করতে পারে, বৃদ্ধরা সরলতা এবং নিস্তব্ধতা পছন্দ করেন, তরুণরাও ক্যাম্পিং ও প্যাডেল বোর্ড খেলার অভিজ্ঞতা নিতে পারে। একটি পরিবারের তিন প্রজন্ম ধরে গ্রামে আনন্দময় জীবন কাটাতে পারে।’ ঝাও মিংঝুও এভাবে বলছিলেন।

গ্রামবাসীরা ওয়েনছুয়ান নদীর যত্ন ভালোভাবে নিয়েছে এবং লিউ খ্য গ্রাম সুন্দর গ্রামাঞ্চলের একটি নতুন চেহারা উপস্থাপন করেছে, শুধুমাত্র অতিথিদেরই নয়, এই সৌন্দর্য গ্রামবাসীদেরও ধরে রেখেছে।

৫০ বছর বয়সী গ্রামবাসী হুয়াং ইয়াসান এখন তার বাড়ির পাশের লিউ খ্য রেস্টুরেন্টের পিছনের রান্নাঘরে কাজ করেন।

‘আগে, আমাকে বাড়ি থেকে ১০ কিলোমিটারেরও বেশি দূরে একটি শহরে যেতে হতো কাজ করতে ও অর্থ উপার্জন করতে। এখন আমি আমার নিজের শহরে ২ হাজার ৮’শ ইউয়ান মাসিক বেতনে কাজ করি।’ হুয়াং ইয়াসান বলেন।

লিউ খ্য গ্রাম কৃষি পেশাদার সহযোগিতা সমবায়ের পরিচালক ছাই রেনহান বলেন, গ্রামবাসীরা ব্যাটারিচালিত গাড়ির চালক, নিরাপদ ও সুন্দর এলাকায় বাগান রক্ষণাবেক্ষণের কাজ করতে পারে। ২০১৯ সাল থেকে সমবায়টি প্রায় ৫০ লাখ ইউয়ান ব্যয় করে দুই হাজারেরও বেশি শ্রমিক নিয়োগ করেছে; ৩৫জন স্থায়ী কর্মচারী রয়েছে। যাদের গড় মাসিক বেতন তিন হাজার ইউয়ান।

ভবিষ্যতে, লিউ খ্য গ্রাম ফোরাম পরিষেবা, গ্রামীণ পুনরুজ্জীবন এবং অন্যান্য কাজের সমন্বয় করবে, একটি যাজক সম্মেলন কেন্দ্র নির্মাণের উপর মনোযোগ কেন্দ্রীভূত করবে, একটি যাজক সুস্থতা কেন্দ্র, একটি বুটিক হট স্প্রিং হোটেল ইত্যাদি নির্মাণের পরিকল্পনা করবে।

 

আজ, একটি ওয়েনছুয়ান নদী শুধুমাত্র লিউ খ্য গ্রামে সম্পদ নিয়ে আসে না, তবে নদীর ধারে মিয়াও জাতির গ্রামের বৈশিষ্ট্যযুক্ত জিয়ানাও গ্রাম, লাল সাংস্কৃতিক নারকেল গ্রাম এবং ‘ইন্টারনেট সেলিব্রিটি’ শামেই গ্রামকেও সংযুক্ত করে...

ওয়েনছুয়ান নদীর তীরে লোকেরা এগিয়ে চলেছে এবং গ্রামীণ পুনরুজ্জীবনের গল্প অব্যাহত রয়েছে।

 

বেইজিং-হাংচৌ গ্র্যান্ড ক্যানেল: প্রাচীন ‘পরিবহন’ ও নতুন সৌন্দর্য

বেইজিং-হাংচৌ গ্র্যান্ড ক্যানেল ক্যানেল হচ্ছে পৃথিবীর প্রথম, সবচেয়ে বড় এবং দীর্ঘতম মানুষের তৈরি খাল। নতুন যুগ শুরু হলে অর্থনৈতিক শাসন, সাংস্কৃতিক সুরক্ষা, শিল্পের উন্নয়ন, রক্ষা, উত্তরাধিকার ও ব্যবহারের একটি নতুন অধ্যায় চালু হয়েছে।

‘দেখুন, এখন খালে আরও বেশি জলের পাখি আছে...’ হাংচৌ ওয়াটার ডেভেলপমেন্ট গ্রুপ কোং লিমিটেডের ক্যাপ্টেন সুং কুয়াংছি ২০ বছরেরও বেশি সময় ধরে খালে জাহাজ চালাচ্ছেন। তিনি নদীর তীরে ইগার্ট দেখে বলেন যে, ‘খালের পানির মান এখন ভালো। আরো মাছ ও চিংড়ি মাছ আছে এবং তারাও অন্য পাখি ও পানির প্রাণী অনুসরণ করেছে।’

 

হাংচৌ শহরের বেইজিং-হাংচৌ খাল (হাংচৌ সেকশন) ব্যাপক সুরক্ষাকেন্দ্রের উপ-পরিচালক চেন চিয়াং বলেন, খালটি হাংচৌয়ের একটি নদী। ‘বছরের পর বছর ধরে ব্যবস্থাপনার কারণে খালের হাংচৌ অংশের পানির গুণমান আগের থেকে উন্নত হয়েছে, বর্তমান উচ্চ স্কোর মান পূরণ করা হয়।’

গ্র্যান্ড ক্যানেল এর বরাবর শহরগুলিকেও সুযোগ দিয়েছে। খালের ছাংচৌ শহরের অংশটি আগে অনেক খারাপ অবস্থা, পরিচ্ছন্ন স্যানিটেশন এবং পরিবেশগত পুনরুদ্ধারের পর এটি এখন প্রাপ্তবয়স্কদের ব্যায়াম করার জন্য, শিশুদের খেলার জন্য এবং নতুন দম্পতিদের বিয়ের ছবি তোলার জন্য প্রথম পছন্দ হয়ে উঠেছে। খালের ধারে বসবাসকারী নাগরিক চেন লিসিন আবেগের সঙ্গে বলেন, চার বা পাঁচ বছর আগে নদীর ধারে হেঁটে যাওয়ার কথা কেউ ভাবেনি।’

গত এপ্রিল থেকে মে মাস পর্যন্ত, বেইজিং-হাংচৌ গ্র্যান্ড ক্যানেলের পুরোটা জুড়ে পথে সংস্কারের কাজ শুরু করে, এক শতাব্দীতে পুরো খাল দিয়ে প্রথম দুর্দান্ত জলপ্রবাহ দেখা যায়। পুরো খালের মধ্য দিয়ে জলপ্রবাহ শুরু হয়। প্রাচীন খালে মনোরম দৃশ্য দেখা যায়।

‘গ্র্যান্ড ক্যানেলের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। কলম হিসাবে ছুরি ও কাগজ হিসাবে জেড দিয়ে খোদাই করা গ্র্যান্ড ক্যানেলের ইয়াংচৌ অংশের খাল সংস্কৃতির অন্যতম বিষয়। ‘বিশ্বের জেড, ইয়াংচৌয়ে কারিগরের সৃষ্টি’, ইয়াংচৌয়ে জেড খোদাইয়ের প্রাচীনতম ইতিহাস চার হাজার বছরেরও বেশি আগে দেখা যায়…’

হাজার বছরের পুরানো খালটি ইতিহাস ও ভবিষ্যৎকে সংযুক্ত করেছে; জন্ম দিয়েছে এক অনন্য ও জাঁকজমকপূর্ণ আঞ্চলিক সভ্যতার।

 

চিয়াংসু হল গ্র্যান্ড ক্যানেল বরাবর দীর্ঘতম জলপথের প্রদেশ, সবচেয়ে বেশি সংখ্যক শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এই প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সবচেয়ে বেশি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। এটি গ্র্যান্ড ক্যানেল জাতীয় সাংস্কৃতিক উদ্যানের একটি গুরুত্বপূর্ণ নির্মাণ এলাকাও। যাই হোক, উজ্জ্বল গ্র্যান্ড ক্যানেল সংস্কৃতি দেখতে এবং আজকের শিশুদের আধ্যাত্মিক পুষ্টি পেতে, আমাদের অবশ্যই ‘কখন প্রবেশ করতে হবে, কী করতে হবে এবং কীভাবে করতে হবে’ এর মতো সমস্যাগুলির একটির সমাধান দরকার হয়।

 

প্রধান যাদুঘরগুলিও তরুণদের জন্য খাল সম্পর্কে জানার ‘দ্বিতীয় শ্রেণীকক্ষ’ হয়ে উঠেছে। নানচিং যাদুঘর চালু করার ‘গ্র্যান্ড ক্যানেল এবং সুন্দর জীবন’ প্রকল্পটি বিশেষভাবে খালের শহর চেনজিয়াংয়ে একটি মাঠ তদন্ত স্থাপন করেছে। উসি যাদুঘরের ‘দ্য গ্র্যান্ড ক্যানেল সংস্কৃতি ক্যাম্পাসে প্রবেশ করে’ প্রকল্পটিও শুরু হয়েছে, যা উসি’র বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য ‘খালের শহরের মধ্য দিয়ে যাওয়ার’ সঙ্গে একটি আন্তঃবিভাগীয় কোর্স ডিজাইন করে এবং শিক্ষার্থীদের বেইজিং-হাংচৌ গ্র্যান্ড ক্যানালের উ’সি অংশের জলের ব্যবস্থার মানচিত্র আঁকার পোস্ট-কোর্স তথ্য দেয়।

 

এবারে আমরা ছাংচৌ শহরে আসি। ছাংচৌ যাদুঘরে ‘হ্যবেই গ্র্যান্ড ক্যানেল সাংস্কৃতিক প্রদর্শনী’ দর্শকদের খাল সংস্কৃতির গভীর আকর্ষণীয় শক্তি দিয়েছে। গত বছরের শুরু ও শেষের দিকে খালের ছাংচৌ অংশে দু’টি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। সং রাজবংশ থেকে আধুনিক সময় পর্যন্ত স্থানীয়ভাবে মোট ২৭টি খালের জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। সেই লক্ষ্যে ছাংচৌ একটি প্রাচীন জাহাজের যাদুঘর নির্মাণ করেছে।

‘খালের ধারে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী সম্পদগুলি খুব সমৃদ্ধ এবং সবচেয়ে জরুরি কাজ হল সেগুলি সংরক্ষণ করা।’ হাংচৌ শহরের গংশু জেলার সংস্কৃতি, রেডিও, টেলিভিশন, পর্যটন ও ক্রীড়া ব্যুরোর উপ-পরিচালক জিয়াং কুওসিয়াং বলেছেন জেলা পর্যায়ে বা তার উপরে ১৩১টি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী প্রকল্প রয়েছে এবং খালের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত প্রকল্পের সংখ্যা বেশি। ‘আমরা শহরের একটি প্রাচীন জীবনশৈলী তৈরি করার চেষ্টা করছি। এতে প্রাচীন শৈলীর জীবন এবং নতুন ফ্যাশন একই সঙ্গে বিকশিত হতে পারে।’

 

প্রাচীন কাল থেকে, গ্র্যান্ড ক্যানেল উত্তর ও দক্ষিণকে সংযুক্ত করেছে এবং মানুষের আদান-প্রদান ও মসৃণ লজিস্টিক্স সুবিধা দিয়েছে। আজ, গ্র্যান্ড ক্যানেল সুরক্ষা, উত্তরাধিকার ও ব্যবহারের সামগ্রিক প্রচারে একটি নতুন অধ্যায় রচনা করেছে, যা জীবনের জন্য অনেক সুবিধা দিয়েছে, ব্যবসার জন্য উপযুক্ত ও বাসযোগ্য পরিবেশ স্থাপন করেছে।

কৃষিকাজের সময় গ্র্যান্ড ক্যানেল দিয়ে পরিবহন এবং বাণিজ্যিক কাজ হয়েছিল, জলপথ ধরে শহর ও গ্রামের উন্নয়ন হচ্ছিল; শিল্প যুগে জলপথে পরিবহন সুবিধা দিয়েছিল, বরাবর শহরের শিল্পগুলির দ্রুত বিকাশ হয়েছিল; এখন, খালের দুই পাশের শহরগুলোতে পরিবেশগত ল্যান্ডস্কেপ বেল্ট ও সাংস্কৃতিক পর্যটন বেল্ট নির্মাণ করা হয়েছে এবং সাংস্কৃতিক সৃজনশীলতা ও প্রযুক্তিগত নকশার মতো উদীয়মান শিল্প উন্নত করেছে।

গ্র্যান্ড ক্যানেল একটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং অবশ্যই সময়ের উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন জীবনীশক্তি দেখাবে।