সুন্দর ও সমৃদ্ধ গ্রাম কে না পছন্দ করে!
2022-10-18 14:27:26

গ্রামের পথের দুই পাশে ভুট্টা ও সোনালি ধান, বাসা থেকে মায়ের হাতে রান্নার ঘ্রাণ ভেসে আসে। গ্রামের জীবনে মনে অনেক শান্তি দেয়। এমন দৃশ্য আপনার কাছে নিশ্চয় অনেক পরিচিত, তাই না? গ্রাম মানুষের মনের গভীর ভালোবাসা বহন করে। গ্রামীণ মানুষের জীবন সুখের হয় কিনা, তা আসলে একটি দেশের উন্নয়নের অবস্থার প্রতিফলন ঘটায়। এখন চীনে গ্রামাঞ্চল পুনরুদ্ধার চলছে। চীনের গ্রামের বর্তমান অবস্থা কেমন? গ্রামীণ পুনরুদ্ধার কীভাবে বাস্তবায়িত হয়েছে? আজ এই বিষয়ে কথা বলবো।

পাঁচ বছর আগে চীনের ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘গ্রাম পুনরুদ্ধার কৌশল’ উত্থাপন করা হয়েছিল। সম্প্রতি চীনে ‘গ্রাম পুনরুদ্ধার কৌশল বাস্তবায়ন রিপোর্ট’ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, গ্রামীণ পুনরুদ্ধারের ৫ বছরের পরিকল্পনার লক্ষ্য ও কর্তব্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

পাঁচ বছরে চীনে গ্রাম ও কৃষির উন্নয়ন নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। গ্রামের উত্পাদনের সামর্থ্য অনেক বেড়েছে। খাদ্য উত্পাদনের পরিমাণ স্থিতিশীলভাবে ০.৬৫ ট্রিলিয়ন কেজি হয়েছে। গ্রামের মাথাপিছু আয় ১৯ হাজার ইউয়ান। কৃষকের কর্মসংস্থান এবং আয় বৃদ্ধির পদ্ধতি আরো বেড়েছে। গ্রামের জীবনের মান উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জোর দিয়ে বলেন, জাতির পুনরুদ্ধার হতে চাইলে গ্রামের পুনরুদ্ধার বাস্তবায়ন করতে হবে।

বর্তমানে চীনে, অসীম জমিতে সমৃদ্ধ শিল্প, ধনী জীবন এবং সুন্দর গ্রামের অবস্থা দেখা যাচ্ছে।

গত জুন মাস পর্যন্ত দেশে দারিদ্র্যমুক্ত হওয়া শ্রমিকের সংখ্যা ৩২২ কোটিরও বেশি। যা গত বছরের চেয়ে ৭.৮ লাখ বেড়েছে। চীনের অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন জায়গা পরিদর্শনের সময় সবসময় গ্রামের শিল্প উন্নয়নের কথা বলেন, দিকনির্দেশনা দেন, জনগণের ধনী জীবন বাস্তবায়নের পদ্ধতি অনুসন্ধান করেন।

চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের মাও জু শান গ্রামটি বাঁশের কারণে নামকরণ করা হয়। আর আঙুরের কারণে বিখ্যাত হয়। ২০২১ সালের এপ্রিল মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এখানের আঙুর বাগান পরিদর্শন করেন, স্থানীয় কৃষকের কাছ থেকে আঙুর চাষ ও বিক্রির খোঁজখবর নেন। তিনি জোর দিয়ে  বলেন, সার্বিকভাবে গ্রামের পুনরুদ্ধার বাস্তবায়ন করতে চাইলে বৈশিষ্ট্যময় সম্পদের ভিত্তিতে বিজ্ঞানের মাধ্যমে কৃষিকাজ সমৃদ্ধ করতে হবে, নিজের  বৈশিষ্ট্য অনুযায়ী গ্রামীণ পর্যটনসহ বিভিন্ন নতুন শিল্প উন্নত করতে হবে।

চলতি বছর মাও জু শান গ্রাম পুরো গ্রামের ২১ হেক্টর আঙুর প্রজাতি ও চাষের প্রযুক্তি আপডেট করেছে। অব্যাহতভাবে আঙুরের গুণগতমান ও কৃষকের আয় বেড়েছে।

চলতি বছর গ্রামের শিল্পের উন্নয়ন দ্রুততর করার জন্য চীন গভীরভাবে দারিদ্রমুক্ত হওয়া এলাকার বৈশিষ্ট্যময় কৃষি শিল্প ও পশুপালন শিল্প উন্নয়নের প্রকল্প জোরদার করেছে। এসব শিল্পে সরকারি বরাদ্দের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৫ শতাংশ। দারিদ্র্যমুক্ত হওয়া এলাকায় মানদণ্ডসম্পন্ন উত্পাদন কেন্দ্র, কৃষিজাত দ্রব্য উত্পাদন ও কোল্ড চেইন লজিস্টিকস ব্যবস্থা নির্মাণের সমর্থন দেয়। দেশের গ্রামীণ পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ জেলায় বিজ্ঞানী দল পাঠানোর কাজ চালু হয়।

এখন চীনের বিভিন্ন গ্রামে বৈশিষ্ট্যময় শিল্প সমৃদ্ধভাবে উন্নত হচ্ছে ১৪০টিরও বেশি বিশেষ শিল্প, ২৫০টি জাতীয় আধুনিক কৃষি উদ্যান, ১৩০০টিরও বেশি কৃষি শিল্পের শক্তিশালী থানা, ৩৬০০টিরও বেশি দৃষ্টান্তমূলক গ্রাম সৃষ্ট হয়েছে। দারিদ্র্যমুক্ত হওয়া এলাকার বৈশিষ্ট্যময় শিল্পের উন্নয়ন স্থিতিশীলভাবে চলছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, গ্রাম ও কৃষির আধুনিকায়ন বাস্তবায়ন করতে হবে, খাদ্য উত্পাদনের ভিত্তি সুদৃঢ় করতে হবে। নতুন যুগে পরিবেশবান্ধব পদ্ধতিতে কৃষি শিল্প উন্নত করতে হবে। এখন চীনে কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের অবদান হয়েছে ৬১ শতাংশ

পরবর্তীতে গ্রামীণ পুনরুদ্ধারের সুফল নিশ্চিত করতে চীন দেশের গ্রামীণ পুনরুদ্ধারে ১৬০টি গুরুত্বপূর্ণ জেলা এবং ৩৫ হাজার দারিদ্র্যবিমোচনে স্থানান্তরিত আবাসিক এলাকাকে কেন্দ্র করে বিভিন্ন সহায়তামূলক ব্যবস্থা জোরদার করবে। যাতে বিভিন্ন নিশ্চয়তাকে আরো জোরদার করা যায় এবং দারিদ্র্যমুক্ত  জনগণের আয় আরো বাড়ানো যায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)