রুশ গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে প্রস্তাব পেশ করবে ইইউ কমিশন
2022-10-18 14:17:12

অক্টোবর ১৮: আজ (মঙ্গলবার) রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে সংশ্লিষ্ট একটি প্রস্তাব পেশ করবে ইউরোপীয় ইউনিয়ন কমিশন। স্থানীয় সময় গত ১৭ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের পালাক্রমিক সভাপতিরাষ্ট্র চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ইয়োজেফ সিকেলা এ তথ্য জানান।

এদিকে, রুশ প্রাকৃতিক গ্যাস শিল্প লিমিডেট কোম্পানির সিইও বলেছেন, যদি রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয়, তবে খুব সম্ভবত গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে তাঁর কোম্পানি। আর রুশ প্রেসিডেন্টের তথ্যসচিব বলেছেন, যে-দেশ রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেবে, সে-দেশের জনগণকে এর ফল ভোগ করতে হবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)