চীন ও উগান্ডার প্রেসিডেন্টদের শুভেচ্ছা বিনিময়
2022-10-18 16:20:07

অক্টোবর ১৮: চীন ও উগান্ডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৬০তম বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং উগান্ডার প্রেসিডেন্ট ইয়ওয়েরি কাখুতা মুসেভেনি অভিনন্দনবার্তা বিনিময় করেছেন।

 

প্রেসিডেন্ট সি বলেন, চীন ও উগান্ডার ঐতিহ্যবাহী মৈত্রী সুদীর্ঘকাল অতিক্রম করে দিন দিন দৃঢ় হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশ সার্বিক সহযোগিতার অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। রাজনৈতিক পারস্পরিক আস্থা দিন দিন সুসংহত হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর হয়েছে। একে অপরের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের ইস্যুতে সমর্থন করছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা চালাচ্ছে।

 

প্রেসিডেন্ট সি চীন-উগান্ডা সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রেসিডেন্ট মুসেভেনির সঙ্গে যৌথভাবে ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ নির্মাণ, চীন ও আফ্রিকার সহযোগিতার ফোরামের কাঠামোতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর, দু’দেশ ও দু’দেশের জনগণের কল্যাণ বয়ে আনা এবং হাতে হাত রেখে নতুন যুগে চীন ও আফ্রিকার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে ইচ্ছুক বলে তিনি উল্লেখ করেন।

 

প্রেসিডেন্ট মুসেভেনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছরে উগান্ডা ও চীন ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে। দু’দেশের সুসম্পর্ক বরাবরই প্রাণবন্ত ছিল। দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক অবশ্যই গভীরতর হবে। তাতে আরও ভালোভাবে দু’দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি হবে এবং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বেগবানের জন্য অবদান রাখা যাবে।

লিলি/এনাম/রুবি