চীনের সমাজতান্ত্রিক আধুনিক দেশ গড়ার লক্ষ্য বাস্তবায়িত হবে
2022-10-18 16:17:49

অক্টোবর ১৮: সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস উপলক্ষে শ্রীলংকার রাজনৈতিক ব্যক্তিগণ সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের কর্ম-প্রতিবেদনের ভূয়সী প্রশংসা করেছেন।

 

তাঁরা বলেন, চীনের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ২০তম জাতীয় কংগ্রেসের পরিকল্পনা অত্যন্ত উপযোগী। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীন সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গড়ার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলে তাঁরা বিশ্বাস করেন।

 

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট ও লিবারেল পার্টির চেয়ারম্যান মাইথ্রিপালা সিরিসেনা বলেন, বর্তমানে বিশ্ব নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তা সত্ত্বেও সিপিসি চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে এই মহান উদ্দেশ্য বাস্তবায়ন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

 

শ্রীলংকার পিপলস লিবারেশন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়তিজা বলেন, চীনের সমাজতান্ত্রিক মডেল, অর্থনৈতিক কৌশল এবং উন্নয়ন পদ্ধতি হল সেরা উদাহরণ, যা আমরা শ্রীলংকাকে গড়তে এবং জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য শিখতে পারি।

 

ইথিওপিয়ান ওয়েলফেয়ার পার্টির সাধারণ সম্পাদক অ্যাডেন ফারাহ বলেন, বিগত ১০ বছরে কমরেড সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চীনে সৃজনশীল উচ্চ গুণগত মানের উন্নয়ন বাস্তবায়িত হয়েছে এবং ব্যাপক লোক দারিদ্রমুক্ত হয়েছেন, তা সারা বিশ্বের জন্য উজ্জ্বল একটি ভবিষ্যৎ সৃষ্টি করেছে। তা ছাড়া, প্রেসিডেন্ট সি ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ উত্থাপন করেছেন এবং এর বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটি ২১ শতাব্দীতে সবচেয়ে উল্লেখযোগ্য কূটনৈতিক নীতিমালার মধ্যে অন্যতম। চীনা শৈলীর আধুনিকীকরণের ফলে সমস্ত জনগণের অভিন্ন সমৃদ্ধ নিশ্চিত হয়েছে বলে তিনি মনে করেন।

 

জাতীয় কংগ্রেসে নির্ধারিত সিদ্ধান্ত চীনের ওপর প্রভাব ফেলা ছাড়াও গোটা বিশ্বের উন্নয়নে প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন।

লিলি/এনাম/রুবি