আন্তর্জাতিক সহযোগিতার পদ্ধতি উন্মোচন করেছে বিআরআই
2022-10-18 19:04:37

অক্টোবর ১৮: ভৌগলিক জিরো-সাম গেমের পুরানো ধারণা বাদ দিয়ে নতুন আন্তর্জাতিক সহযোগিতার পদ্ধতি উন্মোচন করেছে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ (বিআরআই)। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন।

 

জানা গেছে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের ৯ বছরে বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।  তবে একই সঙ্গে কিছু মন্তব্যে বলা হয়েছে, এ প্রস্তাব ভূরাজনীতির কারণে উত্থাপিত হয়েছে।

 

এ প্রসঙ্গে ওয়াং ওয়েন বিন বলেন, ‘এক অঞ্চল এক পথ’ দ্বাররুদ্ধ বৃত্ত নয়, বরং উন্মুক্ত ও সহনশীল বড় মঞ্চ। এটি চীনের একক নয়, বরং সকল অংশীদারের যৌথ বাজানো সংগীত। বর্তমানে বিশ্বের বিভিন্ন কাঠামোগত নির্মাণ সংক্রান্ত প্রস্তাব উত্থাপিত হচ্ছে। তাতে প্রমাণিত হয় যে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ দৃঢ় প্রাণচঞ্চল ও দৃষ্টান্তস্বরূপ।  চীন বিভিন্ন দেশের কাঠামোগত গঠনের সঙ্গে আরও যোগাযোগ করতে এবং বিশ্বের কাছে আরও সুষ্ঠু গণপণ্য প্রদান করতে ইচ্ছুক।

 

ওয়াং ওয়েন বিন আরও বলেন, ‘চীন-ইউরো রেলপথ বিশ্বের মন্দাবস্থার মাঝে দ্রুত উন্নত হয়েছে। চীন-লাওস রেলপথ ও চীন-থাইল্যান্ড রেলপথসহ নানা গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণকাজ  স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত চীন ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশগুলোর সঙ্গে মালামাল বাণিজ্যের পরিমাণ ১২ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২১ সালের শেষ দিক পর্যন্ত চীন ‘এক অঞ্চল, এক পথ’ সংশ্লিষ্ট দেশগুলোতে আর্থ-বাণিজ্যিক সহযোগিতামূলক অঞ্চল নির্মাণে ৪৩০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যা স্থানীয় ৩.৪ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে।

(রুবি/এনাম/লাবণ্য)