বিদেশী বিশেষজ্ঞগণের মতে চীন এখন বিশ্ব শান্তি ও উন্নয়নের চালিকাশক্তি
2022-10-18 16:35:14

অক্টোবর ১৮: সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে সাধারণ সম্পাদক সি চিন পিং বলেছেন, বিশ্বের শান্তি ও উন্নয়ন এগিয়ে নিয়ে মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করা হবে। 

বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা মনে করেন, চীন নিজের উন্নয়নে অগ্রগতি অর্জন করার পাশাপাশি বিশ্বের শান্তি ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে।

নিকারাগুয়ার আন্তর্জাতিক রাজনীতির ভাষ্যকার ক্যাপেলান বলেছেন,  প্রেসিডেন্ট সি উল্লেখ করেছেন যে মানব জাতি এখন অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং আমরা কোথায় যাব-তা বিভিন্ন দেশের জনগণের সিদ্ধান্তের উপর নির্ভর করে। চীন দৃঢ়ভাবে বিশ্ব শান্তি রক্ষা করে। তা প্রমাণ করে চীন শুধু নিজের উন্নয়নের উপর নজর রাখে না- বরং বিশ্বের একটি অংশ হিসেবে চীন বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভারত গ্লোবাল থিংক ট্যাঙ্কের চীনা গবেষণালয়ের পরিচালক প্রসাং শর্মা বলেছেন, বিশ্ব  ‘এক অঞ্চল এক পথ’ যৌথ নির্মাণের মতো আরও সফল প্রস্তাবের অপেক্ষায় আছে। সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের পর আমি আশা করি, চীন আরও সহযোগিতার সুযোগ প্রদান করবে এবং উন্মুক্তকরণ বজায় রাখবে।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জেফরি শ্যাস বলেছেন, দশ বছর আগে চীন ‘এক অঞ্চল এক পথ’ যৌথ নির্মাণের প্রস্তাব উত্থাপন করে এবং সাম্প্রতিক বছরগুলোতে যৌথ নির্মাণ আরও সবুজ হয়েছে। টেকসই উন্নয়ন  ‘এক অঞ্চল এক পথ’ প্রস্তাবের কেন্দ্রীয় বিষয়ে পরিণত হয়েছে। তা চীনের লক্ষণীয় একটি অবদান।(শিশির/এনাম/রুবি)