বাস্তবতার আলোকে জন্ম নিয়েছে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন: সি চিন পিং
2022-10-18 17:08:55

অক্টোবর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রতিনিধি দলের আলোচনাসভায় বক্তব্য দিয়েছেন।

 

তিনি জোর দিয়ে বলেন, চীনের জমিতে বাস্তবতার ভিত্তিতে জন্ম নিয়েছে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন। তাই এ আধুনিকায়নের করণে চীনা জাতির পুনরুত্থানের যাত্রা বেগবান হবে।

 

পাঁচজন প্রতিনিধির ভাষণ শুনে সি চিন পিং বলেছেন, নতুন যুগে প্রবেশের পর থেকে সিপিসি সমাজতান্ত্রিক আধুনিক দেশ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পেরেছে। তাতে আরও পরিপক্ব কৌশল এবং সমৃদ্ধ অনুশীলন চালিয়েছে সিপিসি, যার মধ্য দিয়ে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন বেগবান করা হয়েছে। সবার উচিত দেশ ও জাতির উন্নয়নের ভাগ্য এবং চীনের উন্নয়ন ও অগ্রগতির ভাগ্য নিজের হাতে ধরে রাখা।

 

সি চিন পিং বলেছেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এক পদের পর এক পদে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করা।

 

সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস গত ১৬ অক্টোবর বেইজিংয়ে শুরু হয়েছে। তাতে যোগ দিয়েছেন ২২৯৬ প্রতিনিধি। তাদের নির্বাচন করেছে ৩৮টি নির্বাচনী ইউনিট। প্রতিনিধিদের মধ্যে তৃণমূল ফ্রন্টের সদস্য সংখ্যা ৩৩.৬ শতাংশ এবং ৪০টি সংখ্যালঘু জাতির ২৬৪ জন সদস্যও রয়েছেন। (রুবি/এনাম/লাবণ্য)