শান্তিরক্ষায় চীনের প্রাথমিক উদ্দেশ্য ও মিশন জানালেন মুখপাত্র
2022-10-18 18:55:00

অক্টোবর ১৮: জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা রক্ষা করা, বৈশ্বিক শান্তি বেগবান করা, এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হলো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে চীনের অংশগ্রহণের প্রাথমিক উদ্দেশ্য ও মিশন।

 

চীনা মুখপাত্র বলেন, ৩০ বছর ধরে চীন মোট ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষী পাঠিয়েছে এবং তারা ২০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৩০টি শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণ করেছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে চীনের পাঠানো শান্তিরক্ষীর সংখ্যা সবচেয়ে বেশি এবং চীন হলো শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘের দ্বিতীয় দাতা দেশ এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ শক্তি।

 

মুখপাত্র বলেন, চীন অব্যাহতভাবে সত্যিকারের বহুপক্ষবাদ অনুসরণ করবে, বাস্তব অভিযানের মাধ্যমে বৈশ্বিক শান্তি নির্মাণকারী, বৈশ্বিক উন্নয়নের অবদানকারী ও আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষাকারী হিসেবে কাজ করবে, যাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে চীনের বুদ্ধি ও শক্তি প্রদান করা যায়।

লিলি/এনাম/রুবি