জার্মানিকে ‘চীনা গুপ্তচরবৃত্তির হুমকি’ নিয়ে ওকালতি বন্ধ করতে বলল চীন
2022-10-18 17:20:24

অক্টোবর ১৮: বৈষয়িক ও বিবেকবান মনোভাব নিয়ে চীন-জার্মান সম্পর্কের কথা মাথায় রেখে তথাকথিত চীনা গুপ্তচরবৃত্তির হুমকি নিয়ে বাগাড়ম্বর বন্ধ করার দাবি জানিয়েছে চীন। আজ(মঙ্গলবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ কথা বলেছেন।

 

জানা গেছে, জার্মানি গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল ব্যক্তি সতর্ক করে বলেছেন, চীনের সঙ্গে যোগাযোগের ব্যাপারে জার্মানির বিজ্ঞানীরা খুবই সাদাসিধা।

 

এ প্রসঙ্গে ওয়াং ওয়েন বিন বলেছেন, চীন সব সময় পারস্পরিক সম্মান, সহযোগিতা, জয়-জয় ও সমান, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার ভিত্তিতে চীন-জার্মান সম্পর্কের উন্নয়ন করেছে। জার্মানিকে তথাকথিত চীনা গুপ্তচরবৃত্তির হুমকি নিয়ে ওকালতি বন্ধ এবং স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা নিয়ে রাজনীতি না করার দাবি জানায় চীন। (শিশির/এনাম/রুবি)