হাইতির পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠক
2022-10-18 16:18:46

অক্টোবর ১৮: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল (সোমবার) হাইতির পরিস্থিতি নিয়ে একটি উন্মুক্ত সম্মেলন আয়োজন করেছে।

 

জাতিসংঘ মহাসচিবের হাইতি-বিষয়ক বিশেষ প্রতিনিধি বলেছেন, বর্তমানে হাইতি অর্থনীতি, নিরাপত্তা ও রাজনীতির তিনটি সংকটের মুখে রয়েছে। স্থানীয় গ্যাং জ্বালানি পরিবহনের বন্দরকে অবরুদ্ধ করে রেখেছে। ফলে কঠোর মানবিক সংকট তৈরি হয়েছে। তাই নিরাপত্তা পরিষদের উচিত্ সুদৃঢ় ব্যবস্থা নিয়ে বিশৃঙ্খলা দূর করা।

 

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি কাং শুয়াং বলেছেন, হাইতির নানা রাজনৈতিক দলের উচিত্ রাজনৈতিক বরফ গলিয়ে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা। হাইতির গ্যাং গোষ্ঠী ও তার সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাকে সমর্থন করে চীন। (শিশির/এনাম/রুবি)