হাইতির গুণ্ডাদের শাস্তি দেয়াকে সমর্থন করে চীন
2022-10-18 17:23:23

অক্টোবর ১৮: জাতিসংঘে চীনের উপ-প্রতিনিধি কেং শুয়াং হাইতি বিষয়ে নিরাপত্তা পরিষদের উন্মুক্ত সভায় বক্তব্য দিয়েছেন।

 

তিনি বলেন, হাইতির গুণ্ডারা এবং তাদের সমর্থকদের ওপর শাস্তি দেয়ার ব্যাপারে নিরাপত্তা পরিষদকে সমর্থন করে চীন।

 

কেং শুয়াং বলেন, হাইতিতে অবনতিশীল অমানবিক পরিস্থিতি এবং সম্প্রতি ঘটা কলেরার প্রাদুর্ভাব নিয়ে দুঃখিত চীন। নিরীহ লোকদের গুণ্ডাদের নির্যাতন এবং হাইতি সরকার এ নিয়ে কোনো ব্যবস্থা না নেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন।

 

হাইতির বিভিন্ন পার্টি’র দায়িত্ববোধ প্রদর্শন করে সংলাপ জোরদার  করা, যত তাড়াতাড়ি সম্ভব দেশের রাজনৈতিক কাঠামো ও অন্তর্বর্তীকাল নিয়ে মতৈক্যে পৌঁছানো, রাজনৈতিক অচলাবস্থা ভেঙ্গে দেওয়া এবং সংবিধানের শৃঙ্খলা পুনরুদ্ধার করা উচিত বলে তিনি উল্লেখ করেন।

লিলি/এনাম/রুবি