বার্ধক্য মোকাবিলায় চীনের বৈশিষ্ট্যময় পথ
2022-10-18 20:10:34

সদ্য সমাপ্ত চীনের জাতীয় দিবসের ছুটিতে চীনের লিয়াও নিং প্রদেশের শেন ইয়াং শহরের মু তান কমিউনিটির প্রবীণরা একটি সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছেন। তারা সংগীত, নৃত্যের মধ্য দিয়ে উল্লাস ও দেশের প্রতি শুভ কামনা প্রকাশ করেছেন। গত দশ বছরে এ পুরনো কমিউনিটি প্রবীণদের জন্য ক্যান্টিন এবং তাদের পেনশনের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। কমিউনিটিতেই প্রবীণরা বুফে ও অনলাইনে স্বাস্থ্য তত্ত্বাবধানসহ নানা সেবা ভোগ করতে পারছেন। গত আগস্ট মাসে এ কমিউনিটি পরিদর্শনের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীন বর্তমানে প্রবীণদের সমাজে প্রবেশ করেছে। প্রবীণরা দীর্ঘায়ু হতে যাচ্ছেন। তাই তাদের সেবা দিতে নানা ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত।

 

বর্তমানে চীনে ৬০ বছর ও তার বেশী বয়সী জনসংখ্যার পরিমাণ ২৬ কোটি ৭০ লাখ। প্রবীণদের একটি সুন্দর ও সুখী জীবন নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে আসছেন সি চিন পিং। সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর থেকে প্রেসিডেন্ট সি চিন পিং বেশ কয়েকবার নার্সিং হোম ও কমিউনিটিতে প্রবীণদের দেখতে যান। দেশের উন্নয়নে জনসংখ্যার বার্ধক্য থেকে চালিকাশক্তি ও সুযোগ অনুসন্ধান এবং প্রবীণদের ক্রমশ বৈষয়িক ও সাংস্কৃতিক চাহিদা মেটানোর নির্দেশনা দিয়েছেন।

 

চীনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রবীণ সেবা বিভাগের উপ-মহাপরিচালক লি পাং হুয়া বলেন, গত দশ বছরে প্রবীণদের সেবার ক্ষেত্রে যে পরিমাণ নীতি প্রণয়ন এবং অর্থবরাদ্দ দেওয়া হয়েছে, তা অপূর্ব। চীনের প্রবীণ সেবা ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। আগেকার সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকার, বাজার এবং সমাজসহ নানা জায়গায় প্রবীণদের সেবা দেওয়ার কাঠামো প্রতিষ্ঠা করেছেন।


 

গত দশ বছরে প্রবীণদের সেবা ব্যবস্থা আরও সম্পূর্ণ হয়ে উঠেছে। জাতীয় ও প্রাদেশিক পর্যায়ের বেসিক প্রবীণ সেবার তালিকা ব্যবস্থা গঠন করেছে। তাতে ৩ কোটি ৭০ লাখ প্রবীণ কল্যাণকর হয়েছে। প্রবীণদের সেবামূলক ব্যবস্থা গঠনে ৩,৫৯০ কোটি ইউয়ান অর্থবরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় অর্থ বিভাগ। বর্তমানে প্রবীণদের শয্যার পরিমাণ ৮১ লাখ ২০ হাজার, যা ২০১২ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে। প্রবীণদের সেবা সংস্থার পরিমাণ তিনগুণ বেড়েছে।

 

চীনের শান তোং প্রদেশের বিন চৌ শরের হুই মিন জেলার দরিদ্র প্রবীণ সু ইয়ু ছুন বলেছেন, বর্তমানে আমি প্রবীণ সেবা কেন্দ্রে থাকি, এখানে খাওয়া-দাওয়া থেকে যাতায়াত পর্যন্ত সবই সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। রোগে আক্রান্ত হলে কর্তৃপক্ষকে জানানোর সঙ্গে সঙ্গে তারা আমাদের কাছে চলে আসেন। আমি খুবই সন্তুষ্ট। সিপিসির বিংশতম জাতীয় কংগ্রেসের পর আমাদের জীবন আরও সুখী এবং পরিবেশ আরও সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি।

 

গত দশ বছরে প্রবীণদের সামাজিক নিশ্চয়তা ব্যবস্থাও ক্রমশ সুবিন্যস্ত হয়েছে। বেসিক পেনশন বীমায় ১০৪ কোটি মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন। ২০১২ সালে এ সংখ্যা ৭৯ কোটি ছিল। অবসরপ্রাপ্তদের পেনশনের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। মোট ১৩৬ কোটি লোক বেসিক চিকিৎসা বীমার সুবিধা ভোগ করছেন।

 

হু নান প্রদেশের ইয়োং চৌ শহরের শুয়াং পাই জেলার বাসিন্দা ওইয়াং শিলান বলেছেন, প্রতি বছর পেনশনের পরিমাণ বৃদ্ধি পায়। অবসর নেওয়ার শুরুতে আমার পেনশনের পরিমাণ মাত্র ৬০০ ইউয়ান ছিল। এখন তা বেড়ে ৪,৭০০ ইউয়ান ছাড়িয়েছে। সরকার ও পার্টির সুন্দর নীতিকে ধন্যবাদ জানাই।

 

গত দশ বছর ধরে চীনের প্রবীণরা সমাজের নানা ইভেন্টে অংশ নিতে পারছেন। বিভিন্ন সংস্থা প্রবীণদের ডিজিটাল ব্যবধান দূর করতে নানা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রবীণদের জন্য বিনা পয়সায় খোলা হয় বিভিন্ন গণ-সাংস্কৃতিক ব্যবস্থা। পর্যটনের স্থানে প্রবীণদের জন্য বিশেষ ছাড় রয়েছে। প্রবীণ বিশ্ববিদ্যালয়সহ নানা শিক্ষাদান সংস্থার সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

 

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চীন জনসংখ্যার বার্ধক্য মোকাবিলার জন্য একটি বৈশিষ্ট্যময় পথ অনুসন্ধান করেছে। নিখিল চীনে প্রবীণদের সম্মান, মর্যাদা ও ভালোবাসার শৈলী তৈরি হয়েছে। কোটি কোটি প্রবীণ সংস্কার ও উন্নয়নের সাফল্য ভোগ করছেন এবং সুখী জীবন কাটাচ্ছেন।

 

(রুবি/এনাম)