জাতীয় কংগ্রেসকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন দেশের নেতাগণ
2022-10-17 18:50:50

অক্টোবর ১৭: সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের উদ্বোধন উপলক্ষে বিভিন্ন দেশের রাজনীতিক ও নানা পেশার ব্যক্তিগণ সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে অভিনন্দন জানিয়েছেন।

 

দক্ষিণ আফ্রিকার আফ্রিকান জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ও সেদেশের প্রেসিডেন্ট মাতামালা সিরিল রামাফোসা এক অভিনন্দনবার্তায় বলেছেন, সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস চীন ও বিশ্ব পরিস্থিতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়েছে।  এর সাফল্য কামনা করে দক্ষিণ আফ্রিকা।  আফ্রিকান জাতীয় কংগ্রেস সিপিসি’র সঙ্গে তার বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করে। দু’পার্টি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দলীয় সুসম্পর্ক বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

শ্রীলংকার ইউনাইটেড ন্যাশনাল পার্টির চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট রণিল বিকরেমাসিংহে বলেন, শ্রীলংকার ইউনাইটেড ন্যাশনাল পার্টি ও সিপিসি’র মধ্যে রয়েছে সুদীর্ঘ মৈত্রী। দীর্ঘকাল ধরে দু’পার্টি আন্তরিকতার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত এবং দু’দেশের জনগণের কল্যাণ বয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

আর্জেন্টিনার পর্তিদো জাস্টিসিয়ালিস্টার চেয়ারম্যান এবং দেশের প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, চীনের কমিউনিস্ট পার্টির দৃঢ় নেতৃত্বের কারণে সামাজিক ও অর্থনীতিসহ নানা ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে চীন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র নেতৃত্বে সিপিসি দারিদ্র্যবিমোচন, প্রযুক্তির উদ্ভাবন এবং করোনা প্রতিরোধসহ নানা ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে।

 

তাজিকিস্তানের পিপল’স ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন বলেছেন, সিপিসি’র নেতৃত্বে চীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তাজিকিস্তান-চীন বন্ধুত্বপূর্ণ, সুপ্রতিবেশীসূলভ ও সহযোগিতামূলক সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের সুষ্ঠু উন্নয়ন হচ্ছে।

রুবি/এনাম