জাতীয় কংগ্রেসকে স্বাগত জানিয়েছে তাইওয়ানের নানা পার্টি
2022-10-17 17:21:32

অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) বিংশতম জাতীয় কংগ্রেসের আয়োজনকে স্বাগত জানালেন তাইওয়ানের নানা রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব।

 

চীনা কুওমিনতাং পার্টির কেন্দ্রীয় কমিটি গতকাল (রোববার) সিপিসির কেন্দ্রীয় কমিটিকে এক অভিনন্দনবার্তা পাঠিয়েছে। এতে বলা হয়, ১৯৯২ সালের ঐকমত্য ও  তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদের বিরোধিতার ভিত্তিতে তাইওয়ান প্রণালীর দু’পাশে বিনিময় ও সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। আশা করা যায়, দুই পার্টি যোগাযোগ বজায় রাখতে, আন্তরিক সহযোগিতা করতে, এবং পারস্পরিক আস্থা জোরদার করতে সক্ষম হবে। নানা অমিল পাশে সরিয়ে রেখে মিল অন্বেষণ করতে পারবে। তাইওয়ান প্রণালীর শান্তি একসঙ্গে রক্ষা করবে এবং দু’পক্ষের সম্পর্কের উন্নয়ন করবে।

 

একই দিন সিপিসির কেন্দ্রীয় কমিটি কুওমিনতাং পার্টির কেন্দ্রীয় কমিটিকে একটি ফিরতি বার্তা পাঠিয়ে বলেছে, বর্তমানে তাইওয়ান প্রণালীর পরিস্থিতি কঠিন হয়ে যাচ্ছে। সিপিসি আশা করে, দুই পার্টি পরিস্থিতির গভীরতা উপলব্ধি করে অভিন্ন রাজনৈতিক ভিত্তিতে যোগাযোগ জোরদার করবে এবং তাইওয়ান  প্রণালীর শান্তি, স্বদেশীদের কল্যাণ, দেশের একীকরণ ও জাতির পুনরুদ্ধারের বাস্তবায়নে একসঙ্গে প্রচেষ্টা চালাবে।

 

তাইওয়ানের কুওমিনতাং পার্টির দুজন সাবেক চেয়ারম্যান লিয়ান চান ও হং সিউ চু  এবং নিউ পার্টির চেয়ারম্যান উ চেং তিয়ান, নির্দলীয় সংহতি ইউনিয়নের চেয়ারম্যান লিন বিং খুনও  সিপিসির কংগ্রেসে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন। (শিশির/এনাম/রুবি)