মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবে চীন
2022-10-17 16:49:35

অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস গতকাল (রোববার) বেইজিংয়ে শুরু হয়েছে।

 

সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবারের জাতীয় কংগ্রেসে কর্ম-প্রতিবেদন পেশ করেছেন প্রেসিডেন্ট সি চিন পিং।

 

তিনি বলেন, চীন সর্বদা বিশ্বশান্তি বজায় রাখার এবং অভিন্ন উন্নয়ন প্রচারের বৈদেশিক নীতির উদ্দেশ্য মেনে চলবে, মানব জাতির অভিন্ন লক্ষ্য অর্জনে যথাসাধ্য প্রচেষ্টা চালাবে। বিশ্বের সকল দেশকে সমগ্র মানব জাতির শান্তিপূর্ণ, উন্নয়নশীল, ন্যায়সঙ্গত, গণতন্ত্র ও স্বাধীন অভিন্ন মূল্যবোধ পালনের আহ্বান জানায় চীন।

প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে শতাব্দীর পরিবর্তনশীল পরিস্থিতি অভূতপূর্ব পদ্ধতিতে উপস্থাপন করা হচ্ছে। শান্তি, উন্নয়ন, সহযোগিতা ও অভিন্ন কল্যাণের ঐতিহাসিক ধারা অপ্রতিরোধ্য। আধিপত্যবাদী আচরণের হুমকি খুব ক্ষতিকর। ফলে চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিশ্বজুড়ে উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক প্রস্তাব বাস্তবায়ন করতে ইচ্ছুক।

লিলি/এনাম/রুবি