আরও বেশি আত্মবিশ্বাসী চীনকে দেখতে পান বিদেশী ভাষা বিশেষজ্ঞরা
2022-10-17 18:46:16

অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনের বিদেশী ভাষার সংস্করণটি বিদেশী ভাষা বিশেষজ্ঞদের একটি গ্রুপ দ্বারা অনুদিত হয়েছিল।

 

তবে, জাতীয় কংগ্রেসের পর চীন পার্টি কংগ্রেসের কর্ম-প্রতিবেদনের অনুবাদে অংশ নিতে বিদেশী বিশেষজ্ঞদের আবারও আমন্ত্রণ জানিয়েছে।

 

এসব বিদেশী বিশেষজ্ঞের বেশিরভাগই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি’র পূর্ণাঙ্গ অধিবেশন এবং দুই অধিবেশনসহ গুরুত্বপূর্ণ নথির অনুবাদে অংশ নিয়েছেন। এবার তারা মূলত ইংরেজি, ফরাসি, রাশিয়ান, আরবি, লাতিন এবং অন্যান্য বিদেশী ভাষায় অনুবাদ করবেন।

 

এসব বিদেশী বিশেষজ্ঞের অধিকাংশই দীর্ঘকাল ধরে চীনে বসবাস এবং কাজ করছেন। তারা গত দশ বছর ধরে নতুন যুগে বিভিন্ন ক্ষেত্রে চীনের দ্রুত বিকাশ প্রত্যক্ষ করেছেন। সিপিসি’র দেশ পরিচালনার ধারণা ও কর্ম সম্পর্কেও তাদের অভিজ্ঞতা রয়েছে।

সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনের ইংরেজি ভাষার বিশেষজ্ঞ সিন স্লাটারি বলেন, জনগণ-কেন্দ্রিক চিন্তাধারা, দেশ হলো জনগণ এবং জনগণ হলো দেশ, এসব বাক্যে সত্যিকারার্থে মানুষের সঙ্গে সিপিসি’র রক্ত ও মাংসের সম্পর্কের ওপর গুরুত্বারোপ এবং জনগণের সেবা করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর চিন্তাধারা প্রতিফলিত হয়েছে।

 

লিলি/এনাম/রুবি