যৌথ পরিশ্রমের মাধ্যমে চীনা জাতির পুনরুত্থানের নির্দেশনা দিলেন সি চিন পিং
2022-10-17 16:47:04

অক্টোবর ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) সকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কুয়াং সি অঞ্চলের প্রতিনিধি দলের আলোচনাসভায় বলেছেন, সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেস পার্টি ও রাষ্ট্রের এগিয়ে যাওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেছেন।

 

তিনি বলেন, এবারের কংগ্রেস বিভিন্ন জাতির লোকজনের নতুন যুগে নতুন যাত্রায় চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র গঠনের রাজনৈতিক ঘোষণা ও কর্মসূচী। কংগ্রেসের চেতনা শিখতে গেলে গত ৫ বছরের কার্যক্রম এবং নতুন যুগে ১০ বছরের মহান বিপ্লবের তাৎপর্য, নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ভাবনার বিশ্বদৃষ্টি ও পদ্ধতি  এবং চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের মধ্য দিয়ে চীনা জাতির পুনরুত্থানের দায়িত্বের ওপর মনোযোগ দেওয়া প্রয়োজন।

 

তিনি বলেন, পুরো পার্টি ও বিভিন্ন জাতির জনগণকে সিপিসি’র নেতৃত্বে একযোগে প্রচেষ্টা চালাতে হবে, যাতে চীনা জাতির পুনরুত্থানের জাহাজ সুদূরপ্রসারী যাত্রায় এগিয়ে যেতে পারে।

 

কুয়াং সি অঞ্চলের প্রতিনিধি লিউ নিং, লান থিয়ান লি, চৌ চিয়া বিন, চু সুয়ে লান ও জেং চি মিং কর্ম-প্রতিবেদন নিয়ে তাদের নিজেদের অভিমত প্রকাশ করেছেন।

 

তাঁরা পৃথকভাবে  চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নে কুয়াং সি’র নতুন অধ্যায় সৃষ্টি, চীনা জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটির ভাবনা সুসংহত করা, কুই লিনের পাহাড় ও জল সুরক্ষা, বৈশিষ্ট্যময় কৃষি ও শিল্প এবং উদ্ভাবনসহ নানা বিষয়ে ভাষণ দিয়েছেন।

 

তাঁরা মনে করেন, সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদন জাতির পুনরুত্থান এবং শত বছরের পরিবর্তনশীল পরিস্থিতিতে আগামী ৫ বছর, এমনকি আরও দীর্ঘকালে পার্টি ও রাষ্ট্রের উন্নয়নের কর্মসূচী ও পরিকল্পনা প্রণয়ন করেছে এবং ধারাবাহিক নতুন ভাবনা, কৌশল ও ব্যবস্থা গ্রহণ করেছে।

 

এটি আমাদের সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠন এবং দ্বিতীয় শত বছরের পরিশ্রমের লক্ষ্য বাস্তবায়নের যাত্রার জন্য নির্দেশনামূলক দলিল। এ কর্ম-প্রতিবেদন প্রতি তাঁরা তাঁদের সমর্থন ব্যক্ত করেছেন।

 

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রতিনিধিদের সঙ্গে গভীরভাবে আলোচনা করেছেন। প্রতিনিধিদের ভাষণ শুনে তিনি বলেন, কুয়াং সি অঞ্চলের প্রতিনিধি হিসেবে আলোচনাসভায় অংশ নিতে পেরে তিনি খুব খুশি। অংশগ্রহণকারী সকল প্রতিনিধি এবং কুয়াং সি অঞ্চলের ২৫ লাখ সিপিসি’র সদস্য ও ৫৭০ লাখ জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা জানান সি চিন পিং।

 

সি চিন পিং আশা করেন যে এ অঞ্চলের বিভিন্ন স্তরের সিপিসি’র কমিটি এবং সরকার অঞ্চলটির বিভিন্ন জাতির লোকজনকে নিয়ে বিংশতম জাতীয় কংগ্রেসের চেতনায় নতুন উন্নয়নের তত্ত্ব অনুশীলন করে সীমান্ত অঞ্চলের গুণগত মানসম্পন্ন উন্নয়ন, পরিষেবা ও নতুন উন্নয়নের কাঠামোয় অংশগ্রহণ, দেশের নিরাপত্তা রক্ষা এবং কঠোরভাবে পার্টি পরিচালনায় আরও বড় ভূমিকা রাখবে, যাতে নতুন যুগে সুন্দর কুয়াং সি অঞ্চলের নতুন সূচনা সৃষ্টি করা যায়। (রুবি/এনাম/লাবণ্য)