‘প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিলে সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া’
2022-10-17 10:58:18

অক্টোবর ১৭: রুশ প্রাকৃতিক গ্যাস শিল্প লিমিডেট কোম্পানির সিইও বলেছেন, যদি রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়া হয়, তবে খুব সম্ভবত গ্যাসের সরবরাহ বন্ধ করে দেবে তাঁর কোম্পানি। গতকাল (রোববার) তাস সংবাদ সংস্থার সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি বলেন, ক্রেতাদের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুসারে গ্যাসের দাম নির্ধারিত হয়। এখন যদি চুক্তির কোনো পক্ষ একতরফাভাবে প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম ঠিক করে দেয়, তাহলে তা হবে চুক্তিবিরোধী কাজ। এমন অবস্থায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের ১৫টি দেশ ইইউ কমিশনকে রুশ প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেওয়ার আহ্বান জানায়। আর এর প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১২ অক্টোবর বলেন, যেসব দেশ রুশ গ্যাসের দাম নির্ধারণ করে দেবে, সেসব দেশে জ্বালানিসম্পদ রফতানি করবে না তাঁর দেশ। (সুবর্ণা/আলিম/মুক্তা)