চীনের উন্নয়ন ভাগ্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে: সি চিন পিং
2022-10-17 16:52:15

অক্টোবর ১৭: সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেসে উত্থাপিত কর্ম-প্রতিবেদনে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের মূল বৈশিষ্ট্য ও মৌলিক চাহিদা তুলে ধরা হয়।

 

আজ (সোমবার) প্রেসিডেন্ট সি চিন পিং কুয়াং সি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় জোর দিয়ে বলেন, চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন চীনের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমাদের সব সময়ই চীনের উন্নয়ন ও অগ্রগতিকে দৃঢ়ভাবে নিজের হাতে ধরে রাখা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি বলেন, নতুন যুগের পর সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের ক্ষেত্রে সিপিসি’র জানাশোনা ক্রমশই গভীর হয়েছে, কৌশল পরিপক্ব হয়েছে, অনুশীলন সমৃদ্ধ হয়েছে। চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন সাফল্যের সঙ্গে সম্প্রসারিত হয়েছে।

লিলি/এনাম/রুবি